রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো সদ্য নিয়োগপ্রাপ্ত ১৭টি বিভাগের ৮৪ জন নবীন শিক্ষককে নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় জাল সনদে শিক্ষকতা, নেওয়া হলো ব্যবস্থা

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ল

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয় নবীন  শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণায় নৈতিক মানদণ্ড, পেশাগত সততা ও আচরণবিধি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ও জ্ঞান সৃজন, অ্যাকাডেমিক কারিকুলামে আধুনিকতা ও সৃজনশীলতা আনয়ন, এক্রিডিটেশন প্রাপ্তি, টিচিং পদ্ধতি, শিক্ষার্থীদের প্রতি বায়াসনেস ত্যাগ করা, খাতার মূল্যায়ন পদ্ধতিসহ বিভিন্ন সেশনের উপর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ দিবেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা।

এছাড়াও একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক হয়ে উঠার জন্য যেসব গুণ প্রয়োজন এসব বিষয়ও এ প্রশিক্ষণ কর্মশালায় অন্তর্ভুক্ত থাকবে। এ কর্মশালা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ প্রশিক্ষণ কর্মশালা।

উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড.

মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “আজকের এ প্রোগ্রামে আমরা আমাদের চিন্তাধারাগুলো শেয়ার করব, আপনারা আপনাদের চিন্তাধারাগুলো এখানে শেয়ার করবেন। এ কর্মশালার মূল উদ্দেশ্যই হলো একে অপরের কাছ থেকে শেখা।”

তিনি বলেন, “বর্তমান সময়ে এ কর্মশালা খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। শিক্ষার্থীবান্ধব শিক্ষক হয়ে উঠার জন্য এমন প্রশিক্ষণ কর্মশালা  ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

সভাপতির বক্তব্যে আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, “আমরাই এ প্রথম নবীন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। নতুন জীবনে প্রবেশ করে একজন শিক্ষক হিসেবে কোনো কাজগুলো করা উচিত, সেগুলো বুঝতে একটু সমস্যা দেখা দেয়। যেহেতু আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করি–সেই জায়গা থেকেই নবীন শিক্ষকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।”

তিনি বলেন, “আপনারা যারা নতুন নিয়োগ পেলেন, অধিকাংশই দেশ ও দেশের বাহির থেকে পিএইচডি করেছেন। আধুনিক কারিকুলাম অনুসরণ করে কিভাবে শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারবেন, এ বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। এছাড়াও আমরা যারা গতানুগতিক ধারার শিক্ষক আছি–আমাদের ধারণার সঙ্গে আপনাদের ধারণা যুক্ত হোক। নতুন-পুরাতনের ধারণার সমন্বয়ে শিক্ষার মান উন্নত করাই হোক আমাদের একমাত্র লক্ষ্য।”

এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে সমাজকর্ম বিভাগের নবীন শিক্ষক তানভীর হোসাইন বলেন, “কিছুদিন আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। নতুন নিয়োগ পেয়েছি। কিন্তু কিভাবে শুরু করবো, তা এখনো বুঝে উঠতে পারিনি। এ সময় আইকিউএসির আয়োজনে নবীন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার এ আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন উদ্যোগ মাঝে মাঝেই নেওয়া উচিত।”

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি'র সহকারী পরিচালক অধ্যাপক ড. মনিমুল ইসলাম, বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার ও রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সর পরিচালক ড. সাজ্জাদুর রহিম।

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইক উএস

এছাড়াও পড়ুন:

রংপুরে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, একজন গ্রেপ্তার

রংপুরের পীরগাছা উপজেলায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। পুলিশ ইতিমধ্যে মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গতকাল রোববার রাতে মাহীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে মাহীগঞ্জ থানার পুলিশ। পরে ভুক্তভোগী শেফালী বেগম ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এক আসামি ভুক্তভোগীর সতিন আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের নিজতাজ গ্রামে গৃহবধূ শেফালী বেগমকে সুপারিগাছের সঙ্গে বেঁধে মারধরসহ শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী অভিযোগ করেন, তাঁর স্বামীর পরিবারের সদস্যরা তাঁকে নির্যাতন করেছেন। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনরংপুরে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ছড়িয়েছে ভিডিও২১ ঘণ্টা আগে

শেফালী অভিযোগ করেন, ২০১৪ সালে প্রবাসী নজরুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। নজরুল তাঁর খোঁজখবর ঠিকমতো রাখতেন না। সম্প্রতি নজরুল বাড়িতে এলেও তাঁর খোঁজ নেননি। একপর্যায়ে শেফালী লোকমুখে জানতে পারেন, তাঁকে তালাক দিয়েছেন নজরুল। গত শনিবার ভোরে তিনি তালাকের কাগজপত্র চাইতে নজরুলের বাড়িতে যান। তখন তাঁকে বাড়ির বাইরে সুপারিগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়।

নজরুল দাবি করেন, তিনি শেফালীকে তালাক দিয়েছেন। সেই রাতে তাঁর ঘরের পেছনে তাঁকে বেঁধে রাখা হলেও মারধর করা হয়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • ডিপো থেকে তেল চুরি তদন্তে কমিটি করেছে জ্বালানি বিভাগ
  • পুলিশের শটগান-ওয়াকিটকি নিয়ে পালান দুই আসামি, একজন গ্রেপ্তার
  • ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন দিতিকন্যা লামিয়া
  • তিনি একজন উৎপাত সৃষ্টিকারী, তাঁকে চিকিৎসক দেখানো উচিত: থুনবার্গকে ট্রাম্পের উপহাস
  • সর্বসম্মতি ক্রমে সভাপতি আমিনুল
  • ‘ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবরে আমরা গভীরভাবে ব্যথিত’
  • বিগ ব্যাশ, পন্টিং প্রেম ও হোবার্ট হারিকেনস নিয়ে রিশাদের উচ্ছ্বাস
  • বিদ্যালয়ে যেনতেন পড়াশোনা, ভরসা কোচিং ও গৃহশিক্ষক
  • রংপুরে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, একজন গ্রেপ্তার