আন্তর্জাতিক প্রবীণ দিবসে মানবিকতা ও সম্মানবোধ শেখাতে আহ্বান ডিসির
Published: 7th, October 2025 GMT
“শুধু বড় বড় সুউচ্চ ভবন নির্মাণ করলেই হবে না, আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে” এ কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “সন্তানদের মানবিকতা ও প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষা দিতে হবে।”
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডিসি জাহিদুল ইসলাম বলেন, “বিদেশে আমরা দেখি সিনিয়র সিটিজেনদের কতটা মূল্যায়ন করা হয়। কিন্তু আমাদের সমাজে এখনো প্রবীণরা আতঙ্কে থাকেন। অনেক শিক্ষিত পরিবারেও দেখা যায়, বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। তারা আসলে কী শিক্ষায় শিক্ষিত এই প্রশ্ন আমাদের করা উচিত।”
তিনি আরও বলেন, “আমরা এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই না, যা মানবতাবোধ ভুলিয়ে দেয়। আমাদের শিক্ষা হবে সেই শিক্ষা, যে শিক্ষায় মানবিকতা জাগ্রত হয়। তাহলেই প্রবীণদের শঙ্কা ও আতঙ্ক কমবে।”
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে ডিসি বলেন, “আজ যারা নবীন, তারাই একদিন প্রবীণ হবে। সময়ের কাছে কেউ জিততে পারে না। সম্পর্কগুলো দৃঢ় রাখতে হবে—কারণ কেউ একা ভালো থাকতে পারে না।”
তিনি আরও বলেন, “পারিবারিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শিখতে হবে। বিল্ডিং না গড়ে সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানদের শেখাতে হবে সিনিয়র সিটিজেনদের সম্মান করতে।”
আলোচনা শেষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার জেলা প্রশাসকের প্রশংসা করে বলেন, “ডিসি সাহেবের আচার-আচরণ, কথাবার্তা ও সময়ানুবর্তিতা প্রশংসনীয়। উনি নিজে র্যালিতে অংশ নিয়েছেন এবং প্রবীণদের সঙ্গে সময় কাটিয়েছেন।”
তিনি আরও বলেন, “প্রবীণরা যাতে সরকারি অফিস ও হাসপাতালে লাইনে না দাঁড়িয়েই সেবা নিতে পারেন, সে ব্যবস্থা নিলে দারুণ হবে।”
অংশগ্রহণকারী প্রবীণ হালিম শেখ বলেন, “ডিসি সাহেবের প্রতিটি কথা শিক্ষণীয়। তিনি আমাদের বলেছেন, আমরা সন্তানদের শিখাবো যেন তারা মুরুব্বিদের সম্মান করে।”
আরেক প্রবীণ গাজী মোহাম্মদ আলী বলেন, “ডিসি সাহেব অনেক ভদ্র মানুষ, মুরুব্বিদের সম্মান দিয়ে কথা বলেছেন।”
ইউসুফ আলী এটম বলেন, “ডিসি সাহেব নিয়ম-নুবর্তী। যথাসময়ে এসে অনুষ্ঠান শুরু করেছেন।”
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত র্যালি ও আলোচনায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো.
শেষে জেলা প্রশাসক প্রবীণদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সম্মানজনক জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক প রব ণ প রব ণ হ আম দ র
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আছাউল হক ভূঁইয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ঠাকুর বাড়ি টেক মরহুম বীর মুক্তিযোদ্ধা আছাউল হক ভূঁইয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নবেম্বর) বিকালে ঠাকুর বাড়ি টেক স্পোর্টিং ক্লাবের আয়োজনে বায়তুল মোতালিব জামে মসজিদ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ঠাকুর বাড়ি টেক একাদশ বনাম মঙ্গলখালী একাদশ প্রতিযোগিতা করে। পরে টাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে মঙ্গলখালী একাদশ জয় লাভ করে।
অনুষ্ঠানে রূপগঞ্জ থানা বিএনপির সদস্য কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং ভুলতা ইউনিয়ন যুবদলের সহ-যুববিষয়ক সম্পাদক মাসুদ রানা, ভুলতা ইউনিয়ন যুবদলের কার্যকরী সদস্য টিপু সুলতান, ভুলতা ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক নাজমুল ভূঁইয়া, সদস্য আহাম্মদ মিয়া, আমির হোসেন প্রমুখ।
এক উৎসবমুখর পরিবেশে খেলা শেষে বিজয়ী দল মঙ্গলখালী একাদশের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় বক্তারা বলেন, “খেলাধুলায় মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক কাঠামো গড়ে ওঠে। খেলাধুলা শুধু শরীরকেই সুস্থ রাখে না, এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে।
নিয়মিত খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে এবং মাদকের প্রতি আসক্তি কমে আসে।