“শুধু বড় বড় সুউচ্চ ভবন নির্মাণ করলেই হবে না, আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে” এ কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “সন্তানদের মানবিকতা ও প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষা দিতে হবে।”

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিসি জাহিদুল ইসলাম বলেন, “বিদেশে আমরা দেখি সিনিয়র সিটিজেনদের কতটা মূল্যায়ন করা হয়। কিন্তু আমাদের সমাজে এখনো প্রবীণরা আতঙ্কে থাকেন। অনেক শিক্ষিত পরিবারেও দেখা যায়, বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। তারা আসলে কী শিক্ষায় শিক্ষিত এই প্রশ্ন আমাদের করা উচিত।”

তিনি আরও বলেন, “আমরা এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই না, যা মানবতাবোধ ভুলিয়ে দেয়। আমাদের শিক্ষা হবে সেই শিক্ষা, যে শিক্ষায় মানবিকতা জাগ্রত হয়। তাহলেই প্রবীণদের শঙ্কা ও আতঙ্ক কমবে।”

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে ডিসি বলেন, “আজ যারা নবীন, তারাই একদিন প্রবীণ হবে। সময়ের কাছে কেউ জিততে পারে না। সম্পর্কগুলো দৃঢ় রাখতে হবে—কারণ কেউ একা ভালো থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “পারিবারিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শিখতে হবে। বিল্ডিং না গড়ে সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানদের শেখাতে হবে সিনিয়র সিটিজেনদের সম্মান করতে।”

আলোচনা শেষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার জেলা প্রশাসকের প্রশংসা করে বলেন, “ডিসি সাহেবের আচার-আচরণ, কথাবার্তা ও সময়ানুবর্তিতা প্রশংসনীয়। উনি নিজে র‌্যালিতে অংশ নিয়েছেন এবং প্রবীণদের সঙ্গে সময় কাটিয়েছেন।”

তিনি আরও বলেন, “প্রবীণরা যাতে সরকারি অফিস ও হাসপাতালে লাইনে না দাঁড়িয়েই সেবা নিতে পারেন, সে ব্যবস্থা নিলে দারুণ হবে।”

অংশগ্রহণকারী প্রবীণ হালিম শেখ বলেন, “ডিসি সাহেবের প্রতিটি কথা শিক্ষণীয়। তিনি আমাদের বলেছেন, আমরা সন্তানদের শিখাবো যেন তারা মুরুব্বিদের সম্মান করে।”

আরেক প্রবীণ গাজী মোহাম্মদ আলী বলেন, “ডিসি সাহেব অনেক ভদ্র মানুষ, মুরুব্বিদের সম্মান দিয়ে কথা বলেছেন।”

ইউসুফ আলী এটম বলেন, “ডিসি সাহেব নিয়ম-নুবর্তী। যথাসময়ে এসে অনুষ্ঠান শুরু করেছেন।” 

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো.

আসাদুজ্জামান সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা, সহকারী পরিচালক মোহাম্মদ সোলাইমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে জেলা প্রশাসক প্রবীণদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সম্মানজনক জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক প রব ণ প রব ণ হ আম দ র

এছাড়াও পড়ুন:

শিল্পপতিরা ঝড়ের দিনে আম কুড়াতে চায় : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশ পুনর্গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়ন করলে বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হবে। তাই আমাদের সকলকে এই ৩১ দফা বাস্তবায়নের কাজ করতে হবে। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপির অন্তর্গত ২০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট বিতরণ ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাখাওয়াত বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা সরকারের পতন হয়েছে এবং একটি নির্দলীয় অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। সেই নির্বাচন আয়োজনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি। 

তিনি বলেন, বর্তমানে বিএনপির সুসময়। এই সুসময়ে অনেকে বিএনপিতে ভিড় করছে। ঝড়ের দিনে যেমন মানুষ আম কুড়ায় তেমনি দুঃসময়ে দেখা না গেলেও অনেক শিল্পপতিকে সুসময়ে বিএনপিতে আসতে দেখা যাচ্ছে।

আমরা তাদেরকে স্বাগত জানাই তবে যারা বিএনপির ত্যাগী নেতাকর্মী রয়েছে, যারা ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে, বাড়িঘর ছেড়ে পালিয়ে থেকেছে তাদেরকে সামনের সারিতে জায়গা দিতে হবে। তাদেরকে পেছনে ঠেলে দিয়ে সুসময়ের শিল্পপতিরা সামনে চলে এলে তৃণমূল তা মেনে নেবে না।

তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে আমরা বিশ্বাস করি। যারা রাজপথে ছিল যারা আন্দোলন সংগ্রাম করেছে দলের হাই কমান্ড তাদেরকে মনোনয়ন দেবে এবং আমরা সবাই তার পক্ষে কাজ করবো। আমরা ধানের শীষের পক্ষে থাকবো, কোনো ব্যক্তি বিশেষের পক্ষে নয়।

২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির আহ্বায়ক শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, ২০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইসারুল হক রাহাত, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দর ইউনিয়ন বিএনপির কর্মীসভা, লিফলেট বিতরণ 
  • শহরের তামাকপট্টিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
  • নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
  • না’গঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়
  • নারায়ণগঞ্জে ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধার
  • ডেঙ্গু নিয়ে উদ্বেগ জানালো এনসিপি, আশ্বাস প্রশাসকের
  • দৃষ্টিহীন আলভীর চোখে আশার আলো জ্বালালেন ডিসি জাহিদুল
  • বাসচাপায় পথচারী নিহত, প্রতিবাদে চালক-হেলপারকে গণপিটুনি
  • শিল্পপতিরা ঝড়ের দিনে আম কুড়াতে চায় : সাখাওয়াত