সত্যিই কি এই ইউটিউবার ৯০০ কোটি টাকার মালিক
Published: 7th, October 2025 GMT
কৌতুক অভিনেতা ও ইউটিউবার তন্ময় ভাট আবারও সংবাদ শিরোনামে। তবে এবার তাঁর সম্পদের পরিমাণ নিয়ে; ভিডিও বা কমেডির কারণে নয়। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর সম্পদের পরিমাণ ৬৬৫ কোটি রুপি (প্রায় ৯০০ কোটি টাকা)। প্রতিবেদনে তাঁকে ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার হিসেবেও উল্লেখ করা হয়। কিন্তু আসলেও কি তা–ই?
তন্ময়ের প্রতিক্রিয়া
৬৬৫ কোটি রুপির মালিক—এমন খবর হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম প্রতিক্রিয়া পাচ্ছেন তন্ময়। অবশেষ আর চুপ করে না থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এক্সে তন্ময় লিখেছেন, ‘ভাই, এত টাকা থাকলে তো আমি ইউটিউবে মেম্বারশিপ বিক্রি করতাম না।’ একজন ব্যবহারকারী মজা করে মন্তব্য করেন, ‘তন্ময় ভাই, ১০ থেকে ২০ কোটি আমাকে দিয়ে দিন। ৬৬৫ কোটির কাছে এটা তো কিছুই না।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লিও তলস্তয়ের গ্রামে
আমি এখন যে গ্রামে এসেছি, সেই গ্রামে ১৮২৮ সালে লেখক লিও তলস্তয় জন্মগ্রহণ করেছিলেন। রাশিয়ার ইয়াস্নায়া পলিয়ানা নাম গ্রামটির। এটি আসলে তাঁদের পারিবারিক জমিদারির একটি অংশ। এখানে তিনি জীবনের অনেকখানি সময় কাটিয়েছেন। এখানেই লিখেছেন অমর উপন্যাস ‘ওয়ার অ্যান্ড পিস’, ‘আনা কারেনিনা’ এবং অসংখ্য গল্প।
তলস্তয়কে আইন পড়তে কাজান শহরে পাঠানো হয়েছিল কিন্তু পড়তে তাঁর ভালো লাগেনি। জমিদারি ছিল, তাই রোজগারের চিন্তাও করতে হয়নি। মাঝখানে সন্তানদের পড়ালেখার জন্য আট বছর মস্কোতে একটি বাড়ি কিনে বসবাস করেছিলেন।
লিও তলস্তয় শেষ জীবনে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকেছিলেন এবং খুব সাধারণ জীবনযাপন করতেন। একসময় গৃহত্যাগ করেছিলেন। ১৯১০ সালে ৮২ বছর বয়সে আস্তাপোভো রেলস্টেশনে প্রচণ্ড ঠান্ডার মধ্যে একাকী, আত্মীয়, বন্ধু থেকে দূরে, নীরবে তিনি দেহত্যাগ করেন। এরপর তাঁকে ইয়াস্নায়া পলিয়ানায় এনে সমাহিত করা হয়।
ইয়াস্নায়া পলিয়ানা গ্রামে আমি যখন পৌঁছালাম, তখন রোদ ঝলমল করছে। গত কয়েক দিন খুব বৃষ্টি পড়েছে মস্কো শহরে। মস্কো থেকে আমাকে পাড়ি দিতে হয়েছে ২২০ কিলোমিটার। সরাসরি মস্কো থেকে তলস্তয়ের গ্রামে আসার কোনো ট্রেন বা বাস নেই। আমাকে ট্রেনে করে আসতে হয়েছে প্রথমে তুলা শহরে৷
ট্রেনে করে আসার পথে রাশিয়ার সবুজ গ্রামের যে রূপ আমি দেখেছি, তার তুলনা হয় না। পথের পাশে ফুটে আছে হলুদ বুনো ফুল আর হঠাৎ হঠাৎ করে একটা বা দুটো দোচালা বাড়ি। মাঝে পড়ে গেল একটা নদী, আবার এসে গেল ঘন সবুজ জঙ্গল। এমন অসামান্য প্রকৃতি যে দেশের আছে, সে দেশের প্রতি এমনিতেই মায়া জন্মে যায়।
রাশিয়ার ইয়াস্নায়া পলিয়ানা গ্রামে ১৮২৮ সালে লেখক লিও তলস্তয় জন্মগ্রহণ করেছিলেন। এটি তাঁদের পারিবারিক জমিদারির একটি অংশ। এখানে তলস্তয় জীবনের অনেকখানি সময় কাটিয়েছেন। এখানেই লিখেছেন অমর উপন্যাস ‘ওয়ার অ্যান্ড পিস’, ‘আনা কারেনিনা’।মাঝখানে ধূসর লম্বা পথ আর দুপাশে ঘন বনানী