চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতা নিহত, প্রতিবাদে দুই মহাসড়ক অবরোধ
Published: 8th, October 2025 GMT
চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক হেফাজত নেতা নিহত হয়েছেন। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে জেলার হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন হেফাজতের নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল সাতটা থেকে অবরোধ শুরু হয়। অবরোধের কারণে দুই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, আটকে পড়েছে কয়েক শ যানবাহন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাউজান উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মাওলানা সোহেল চৌধুরী (৫০)। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য। এ ছাড়া রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদ্রাসার মুহতামিম ছিলেন তিনি। সোহেল চৌধুরী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আবদুল কাদের চৌধুরীবাড়ির আবুল মহসীন চৌধুরীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাওলানা সোহেল চৌধুরী রাউজান এলাকা থেকে নিজের মোটরসাইকেলে করে হাটহাজারীতে ফিরছিলেন। পথে নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস তাঁকে ধাক্কা দেয়। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসচালক জানে আলমকে (৪০) আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় আজ সকাল সাতটার দিকে কয়েক শ মানুষ হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়ক দুটিতে কয়েক শ যানবাহন আটকে পড়ে। এ কারণে দুর্ভোগে পড়েন এসব যানবাহনের চালক ও যাত্রীরা।
সড়ক অবরোধের কারণে হেঁটে গন্তব্যে যাচ্ছে মানুষ। আজ সকালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সামনে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সড়ক অবর ধ ক অবর ধ উপজ ল
এছাড়াও পড়ুন:
কিশোরীর বিলাপ, হেমন্তে
ফলগুলো সব হেমন্তের শুকনো জলপাই
টবে আছে আবহমান বনসাই—গাইছে আত্মগাথা।
মরুপ্রান্তরের বধ্যভূমিতে ঝরছে একদা-গোলাপ
অন্ধকার বাগানে নারী খোঁজে হারানো বেদানা।
কাহিনিজুড়ে থাকে গোলাপ ও গোলাপ বালা
তারও আগে ফুলকলিদের নিয়ে কত না ছিল
পুঁথি, বিরহের ব্যালাড, অশ্রুভেজা
স্বপ্নে আসছে রোজ কেবলই মৃত কুঁড়িরা।
বাংলার মাঠে, আলপথে, সন্ধ্যাগ্রস্ত কবিরা এলোমেলো
গাজা নগরীর রাস্তায় হানাদার দানবেরা।
ফুলকলিদের থেঁতলে ট্যাংক এগিয়ে যাচ্ছে
মিছিল দীর্ঘ হতে থাকে, ধ্বংসস্তূপে। হাসপাতালে
কিশোরীর বিলাপ ধায় দূর দরিয়ার গর্জনে
এ কোন হেমন্ত, নারীরা যবের আলপথ ধরে ছুটেছে?