দীর্ঘ এক দশক পর আবারো মুখোমুখি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি। স্থান—যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। উপলক্ষ—চিত্রনায়ক কাজী মারুফের বিবাহবার্ষিকীর আয়োজন। 

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাওয়া ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে একসঙ্গে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পি ও মাহির। প্রথম সিনেমায় অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়না’—প্রতিটি সিনেমা মুক্তির পর জুটি হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন। 

আরো পড়ুন:

সায়মন তারিকের সিনেমায় জুটি বাঁধছেন শিপন-মিষ্টি

‘সৃজনশীল কিছু জিনিস বাইবর্ন হয়ে থাকে, আমার ছোট্ট বাচ্চাটাও তাই’

তবে সময়ের স্রোতে কোথায় যেন দূরত্ব তৈরি হয় মাহি-বাপ্পির। কাজ বন্ধ, যোগাযোগও থেমে যায়। সর্বশেষ ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমাতেই শেষবার একসঙ্গে দেখা যায় তাদের। এরপর কেটে গেছে প্রায় ১০ বছর। 

অবশেষে সেই দূরত্ব ঘুচেছে আমেরিকার মাটিতে। মারুফের নিউ ইয়র্কের বাসায় আয়োজিত অনুষ্ঠানে হঠাৎ মুখোমুখি হন বাপ্পি-মাহি। মুহূর্তেই যেন ফিরে আসে পুরোনো দিনগুলো। 

প্রায় চার মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মাহি। অন্যদিকে, বাপ্পি সেখানে গেছেন গত মাসে। পুরোনো সহশিল্পীর সঙ্গে দেখা হওয়ায় আবেগাপ্লুত বাপ্পি বললেন, “আমি আর মাহি একসঙ্গে সিনেমায় অভিষেক করেছি। ও আমার খুব ভালো বন্ধু। প্রায় এক দশক পর দেখা হলো—সত্যি বলতে আবেগ কাজ করছিল ভীষণভাবে। আমাদের শুরুটা, সংগ্রামটা, সাফল্যগুলো—সবকিছু মনে পড়ে যাচ্ছিল।” 

মাহির কণ্ঠেও একই রকম আবেগ। তার ভাষায়, “পুরো দশ বছর পর দেখা! শুটিংয়ের সময় কত হাসি-মজা, খুনসুটি চলত আমাদের! আজ বাপ্পিকে দেখে মনে হলো, সময় যেন একটু থেমে গিয়েছিল।” 

সেই মুহূর্তেই ফেসবুক লাইভে ছিলেন তারা। এক ভক্ত জানতে চান—আবার কবে দেখা যাবে এই জুটিকে রুপালি পর্দায়? বাপ্পির জবাব, “সুযোগ এলে নিশ্চয়ই আবার একসঙ্গে কাজ করব।” 

লাইভে হঠাৎ বাপ্পি গেয়ে উঠলেন তাদের প্রথম সিনেমার বিখ্যাত গান ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’, সাথে গলা মেলান মাহিও। মুহূর্তটা যেন ২০১২-এর সেই ‘ভালোবাসার রঙ’-এর দিনগুলো ফিরিয়ে আনল। 

উল্লেখ্য, সম্প্রতি চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন নিয়েও আলোচনায় ছিলেন মাহি। তাদের মধ্যেও ছিল দুরত্ব। তবে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে জায়েদ-মাহিকে আবারো পাশাপাশি দেখা যাচ্ছে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র একসঙ গ

এছাড়াও পড়ুন:

কু‌ষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসের সাইনবোর্ডে আগুন

কুষ্টিয়া সদর উপ‌জেলায় গ্রামীণ ব্যাংকের আঞ্চ‌লিক অফি‌সের সাইন‌বো‌র্ডে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে শহরের পি‌টিআই সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে।

বিপ্লব দাস না‌মে ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত ১২টার পর ঘুমি‌য়ে প‌ড়ি। এরপর আর কিছুই টের পাইনি। সকা‌লে উঠে দেখি, অফি‌সের সাইন‌বো‌র্ডে আগুন দেওয়‌া হ‌য়ে‌ছে।’

আজ সকা‌লে পি‌টিআই সড়কে অব‌স্থিত গ্রামীণ ব্যাংকের ওই আঞ্চ‌লিক শাখায় গি‌য়ে দেখা যায়, চারতলা ভব‌নের নিচতলায় অফিস। কয়েক শ গজ দূরে আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হা‌নি‌ফের বা‌ড়ি (পরিত্যক্ত)। গ্রামীণ ব্যাংকের অফি‌সের গ্রিলে টাঙানো সাইন‌বো‌র্ডের নি‌চের অং‌শে পোড়া দাগ আছে। ত‌বে আগুন দেওয়ার বিষয়ে বা‌ড়ির মা‌লিক ও ভাড়া‌টেরা কেউ কিছু দে‌খেন‌নি ব‌লে জানান। এরপর দুপুর ১২টার দি‌কে গি‌য়ে অফিসে কাউকে পাওয়া যায়‌নি। সাইন‌বোর্ডও খুঁজে পাওয়া যায়‌নি।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগু‌নের তেমন কোনো আলামত পাওয়‌া যায়‌নি। শুধু সাইন‌বো‌র্ডে পোড়া চিহ্ন আছে। কেউ কিছুই বল‌তে পা‌রেন‌নি। ধারণা কর‌ছি, রা‌তে রাস্তায় টায়া‌রে আগুন দেওয়া হ‌য়ে‌ছিল। সেই আগুনের আঁচ সাইন‌বো‌র্ডে লে‌গেছে। আগুন কেউ দেখেননি। কেউ নেভাননি। তবে এ বিষয়ে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত শুক্রবার ভোরে কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থে‌কে এক বোতল পেট্রল জব্দ করে পু‌লিশ।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ স্কুল মাসকাট বাংলাদেশিদের প্রত্যাশা পূরণ করুক
  • বেলিংহামের শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল
  • রূপকথার গল্প লেখা হলো না রিপন–গাফফারদের, সুপার ওভারে জিতে চ্যাম্পিয়ন শাহিনস
  • রাবির দুই শিক্ষককে বিভাগীয় সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি
  • তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ
  • শাকসু নির্বাচনের নতুন তারিখ ২০ জানুয়ারি, পুনঃ তফসিল কাল
  • কু‌ষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসের সাইনবোর্ডে আগুন
  • সংসার চালাতে হিমশিম, একসঙ্গে তিন চাকরি করতেন এ আর রাহমানের বাবা
  • ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন, গ্রামজুড়ে শোকের ছায়া
  • শিল্পীরা সমকালকে কীভাবে ধরেন