নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এবং ভিশন স্প্রিং এর সহযোগিতায় নারায়ণগঞ্জে  বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে ব্র্যাক ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম আজাদ সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা.

আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রাক ম্যানেজার (বিএইচ পি) মো: মুস্তাফিজুর রহমান, জেলা সমন্বয়ক (ব্র্যাক) সুমন চৌধুরী, জেলা ব্যবস্থাপক (টিবি) শামীম হোসেন, এলাকা ব্যবস্থাপক (বিএইচপি) পবিত্র কুমার দেবনাথ, কর্মসূচি সংগঠক (বিএইচপি) অন্তু কর্মকার, এবং ভিশন স্প্রিং এর প্রতিনিধি সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে চক্ষু সচেতনতা বৃদ্ধি, চোখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্ব এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এছাড়াও উপস্থিত সকলকে চোখের যত্ন ও নিয়মিত চক্ষু পরীক্ষা করার প্রয়োজনীয়তা নিয়ে সচেতন করা হয়।

উক্ত আয়োজনে নারায়ণগঞ্জের সাধারণ জনগণসহ চিকিৎসক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় হত্যাকান্ডের শিকার নয়নের বিচ্ছিন্ন দু পা উদ্ধার, গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রামের ভেতর থেকে দু পা বিচ্ছিন্ন অবস্থায় মোঃ নয়ন (৪৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকান্ডের সঙ্গে জড়িত ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা (৪০) তার দুই মেয়ে সুমনা (২০), সানজিদা (১৮) এবং পরকিয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫) ও চয়ন (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে রাত ৯টার দিকে ফতুল্লার পিলকুনি প্রাইমারী স্কুলের বিপরীতে হিটলারের বাড়ির সামনে থেকে নিহত নয়নের বিচ্ছিন্ন দু পা উদ্ধার ও মানিক মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার তক্কার মাঠ-নন্দলালপুর সড়কের দক্ষিন পাশে অবস্থিত মাওয়া মার্কেটের পেছনের ঝোপ থেকে নীল রঙের একটি ড্রাম থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। উদ্ধার হওয়া লাশের দু’পা হাটু থেকে বিচ্ছিন্ন ছিল।  এই ঘটনায় পুলিশ রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল নামে এক যুবককে গ্রেফতার করেছে।  পরে রাসেলের স্বীকারোক্তি মতে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি দশ পাইপ এলাকা থেকে সাবিনা, তার দুই মেয়ে সুমনা,সানজিদা ও পরকিয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল সহ চয়ন কে গ্রেফতার করে। এবং রাত ৯টায় নয়ন মিয়াকে গ্রেপ্তার ও নিহতের বিচ্ছিন্ন দু পা উদ্ধার করে পুলিশ।

নিহত নয়ন ফতুল্লার ননন্দলালপুর এলাকার মোঃ সালামের ছেলে। পেশায় মাদক কারবারি নয়ন একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। আড়াই বছর কারাভোগের পর গত ৮-১০দিন আগে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে নির্মম হত্যাকান্ডের শিকার হন তিনি। 
এদিকে হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার রাসেল ওরফে ঠোঙ্গা রাসেলের সঙ্গে নিহত নয়নের দ্বিতীয় স্ত্রী সাবিনার পরকীয়া প্রেম ছিল বলে পুলিশ জানতে পেরেছে। ওই ঘটনার জের ধরেই হত্যাকান্ডটি ঘটনানো হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র, গাড়ি ছিনতাইসহ নানা অপরাধে ৮-১০টি মামলা রয়েছে। ৩-৪ বছর আগে নয়ন হেরোইনসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। ঐ মামলায় নয়নের যাবজ্জীবন সাজা হয়। 
নিহত নয়নের প্রথম স্ত্রী সাহিদা ফতুল্লার পিলকুনি এলাকার বাসীন্দা এবং দ্বিতীয় স্ত্রী সাবিনা ফতুল্লার ব্যাংক কলোনী এলাকায় বসবাস করেন। ৪-৫ বছর আগে নয়ন সাবিনাকে বিয়ের পর প্রথম স্ত্রীর সঙ্গে তার দূরত্ব বেড়ে যায়। নয়নের দ্বিতীয় স্ত্রী সাবিনার বিরুদ্ধে পতিতাবৃত্তি এবং মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।  
এদিকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে নয়ন কারাগারে যাওয়ার পর সাবিনার সঙ্গে রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল নামে অপর এক মাদক কারবারির পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে দ্বিতীয় স্ত্রী সাবিনার বাসায় উঠে নয়ন। পরকিয়ার ঘটনাটি জানতে পারে নয়ন। এনিয়ে সাবিনার সঙ্গে নয়নের সম্পর্কের অবণতি ঘটে। তখন সাবিনা তার দুই মেয়ে ও রাসেল নয়নকে হত্যার সিদ্ধান্ত নেয়। পরে লোক ভাড়া করে নয়নকে হত্যা করে। লাশ গুমের জন্য ড্রামের ভেতরে ভরতে সমস্যা হওয়ায় লাশের দু’পা কেটে বিচ্ছিন্ন করে লাশ পলিথিনে মুড়িয়ে ড্রামে ভরা হয়। পরে সুযোগ বুঝে লাশটি রাতের বেলা মাওয়া মার্কেটের পেছনের ঝোপে ফেলে দেওয়া হয় বলেও পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে।
ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম বলেন, ঝোপের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রাম এবং এর ভেতর থেকে পঁচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের মুখ খুলে পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার করে। তবে লাশের দু’পা ছিল না। পুলিশ বিচ্ছিন্ন পা দু’টির সন্ধান করছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, উদ্ধার হওয়া লাশটি মাদক ব্যবসায়ি মোঃ নয়নের। সে গত ৮-১০ দিন আগে জামিনে মুক্ত হয়ে এসে হত্যার শিকার হয়।ঘটনার সাথে   জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। খুনের মোটিভ উদ্ধার এবং হত্যায় জড়িত অন্যদের গ্রেফতার ও লাশের বিচ্ছিন্ন পা দু’টি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দর ২১নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ 
  • ওসমান পরিবারের দোসররা নব্য গডফাদারদের সাথে লুটপাটে লিপ্ত : রফিউর রাব্বি
  • বন্দরে যুবলীগ নেতা দ্বীন ইসলামকে বিএনপিতে পূর্নবাসনের অভিযোগ
  • ত্বকীর ঘাতকদের বিচার না করে বারবার পুরস্কৃত করার অভিযোগ
  • স্বপ্ন দেখি টেকসই, স্মার্ট ও আধুনিক নারায়ণগঞ্জ: অধ্যাপক আলিয়ার
  • ফতুল্লায় দু’পা বিচ্ছিন্ন নয়ন হত্যা মামলার ৭ আসামি গ্রেপ্তার, রিমান্ড মঞ্জুর   
  • বন্দরের কবি ও সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার
  • জনপ্রিয়তা বাড়ছে শিল্পপতি প্রাইম বাবুলের
  • ফতুল্লায় হত্যাকান্ডের শিকার নয়নের বিচ্ছিন্ন দু পা উদ্ধার, গ্রেপ্তার ৬