রূপগঞ্জে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক ভুলতা ইউনিয়নের মিঠাবো গ্রামের বাসিন্দা শফিকুল আলম ভুঁইয়াদের মালিকানাধীন ৭বিঘা ৬শতাংশ জমি ভূমিদস্যুরা দখলে নেওয়ার পাঁয়তারা করছে।

সন্ত্রাসীরা বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে কাঠ গাছ কেটে নেয়। যার বাজার মুল্য ২ লাখ টাকা। প্রতিবাদ করায় ভূমিদস্যুরা তাদের ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে। গতকাল ৯ অক্টোবর বৃহস্পতিবার শফিকুল আলম ভুঁইয়া বাদী হয়ে ৮ জনকে আসামী করে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামালা দায়ের করেন।

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো মৌজার এসএ-৩৯৪ ও আরএস-১০৩২ নম্বর দাগের ২৭১শতাংশ, এসএ-৬৫১ নম্বর ও আরএস ১০১২,১০১৩নম্বর দাগের ৮৭শতাংশ জমির মধ্যে সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়াদের মালিকানাধীন একটি পুকুর, কবরস্থান ও মসজিদ  নির্মাণসহ ৭বিঘা ৬ শতাংশ জমি নামজারি ও খাজনা পরিশোধ করে দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে রয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর মিঠাবো গ্রামের আওয়ামীলীগের দোসর চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রধারী ভূমিদস্যু শহীদুল আলম অঞ্জন ও ছাত্রলের অংকন,যুবদলের  রোমান ভুইয়া,সোহেলের নেতৃত্বে বহিরাগত ১৫/২০সদস্যের একদল সন্ত্রাসী নিয়ে সাংবাদিক শফিকুল আলমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।

অস্ত্রের মুখে শফিকুল আলম ভুঁইয়াকে ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ১৫টি কাঠ গাছ কেটে ট্রাকে করে লুটপাট করে নিয়ে যায়। একপর্যায়ে সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়াদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া বাদী হয়ে মিঠাবো গ্রামের আজগর আলীর ছেলে শহীদুল আলম অঞ্জন(৫৬), মোতাহারুল ইসলামের ছেলে অংকন ভুঁইয়া(২৩), শহীদুল ইসলাম অঞ্জনের ছেলে সজিব ভুঁইয়া(৩৮), আফতাব উদ্দিন ভুঁইয়ার ছেলে শাহিন ভুঁইয়া(৫৫), আঃ হাই ভুঁইয়ার ছেলে সোহেল ভুঁইয়া(৪৪), এনামুল হক খোকন ভুঁইয়ার ছেলে রোমান ভুঁইয়া(৩৫) ও  গিয়াস উদ্দিনসহ(৬৫) ৮জনকে আসামী করে গতকাল ৯অক্টোবর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামালা দায়ের করেন।

মামলা নম্বর- ৬০৩/২০২৫। আদালত ফৌজদারির কার্যবিধির ১৪৫ধারা অনুযায়ী অভিযুক্তদের আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করেছেন। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ছাত্রদল নেতা জিসান হত্যা মামলা, দোকান পাট ভাংচুর ও লুটপাটের একাধিক মামলা রয়েছে।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আদালতে দায়েরকৃত পিটিশন মামলার কপি পেয়েছি। পুলিশ

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ চ র ও ল টপ ট সন ত র স র পগঞ জ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় দু’পা বিচ্ছিন্ন নয়ন হত্যা মামলার ৭ আসামি গ্রেপ্তার, রিমান্ড মঞ্জুর   

ফতুল্লায় ড্রামের ভেতর থেকে দু পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। মূলত আর্থিক ও পরকীয়া প্রেমের কারণেই এই হত্যাকান্ড সংঘটিত হয় বলে জানায় পুলিশ।

সেই সাথে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ৭ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুৃর করেছে আদালত। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসিন সাতা  আসামীর মধ্যে পাচঁজনকে চারদিন করে এবং দুই  নারী আসামীকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান,  নয়নের দ্বিতীয় স্ত্রী ও হত্যার পরিকল্পনাকারি সাবরিনা, পরকীয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল, সাবরিনা ও রাসেলের সহযোগি জুয়েল, চয়নম রোমান ওরফে মানিকের চারদিন করে এবং সাবরিনা আগের সংসারের  দুই মেয়ে সুমাইয়া ও সানজিদা  সুজার দৃুই করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

মঙ্গবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়ারচর একটি মার্কেটে পেছনের নির্জন জায়গা থেকে  চাঞ্চল্যকর   মোঃ নয়ন (৪৯) হত্যা নামে এক ব্যক্তির দু’পা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।  লাশ উদ্ধারেরে ৬ ঘন্টার ব্যবধানে হত্যাকান্ডের সাথে জড়িত নিহতের দ্বিতীয় স্ত্রী সাবরিনা (৪০) তার দুই মেয়ে সুমাইয়া (২০),সানজিদা (১৮) ও পরকিয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল(৪৫)  চয়ন (৪০)  জুয়েল (২৮) নোমান ওরফে মানিক (২৮) সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর আসামী সামির পলাতক রয়েছে। 

নিহত নয়ন ফতুল্লার ননন্দলালপুর এলাকার আব্দুস  সালামের ছেলে। পেশায় মাদক কারবারি নয়ন একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। আড়াই বছর কারাভোগের পর গত ১৯ সেপ্টম্বর  উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে নির্মম হত্যাকান্ডের শিকার হন তিনি। 

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ  পুলিশ সুৃপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফ্রি পুলিশ সুপার মোহাম্মদ  জসীম উদ্দিন এসব তথ্য জানান। এদিকে নয়নের দ্বীতীয় স্ত্রী সাবরিনা  দেখনো মতে মঙ্গলবার রাত নয়টার দিকে পিলকুনি সরকারি  প্রাইমারি স্কুলের পেছনের  পরিত্যক্ত জায়গা থেকে  ব্যাগ থেকে বিচ্ছিন্ন পা দুটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ সুপার জানান, মাদক মামলায় সাজা প্রাপ্ত নয়ন মিয়া জেলে যাওয়ার পর সাবরিনা সাথে স্থানীয়  যুবক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেলের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। জমিনে বের হয়ে স্ত্রী পরকীয়ার বিষয়টি জানতে পেরে নয়ন সাবরিনাকে জিজ্ঞাসা করে । 

এতে তাদের দুজনের মধ্যে মনমালিন্য সৃষ্ট হয় । তারই ধারাবাহিকতায় র্পূব পরিকল্পনা  অনুযায়ী ৫ অক্টোবর দুপুর সাড়ে বারোটার  সময়  ফতুল্লার পশ্চিম দেলপাড়া অকিল উদ্দিনের বাড়ির পঞ্চম তলায় দ্বিতীয় স্ত্রী সাবরিনার ভাড়া বাসায়  পরকীয়া প্রেমিক  রাসেল ওরফে ঠোঙ্গা রাসেলের  কথাকাটাকাটি হয়। 

এসময় সাবরিনা  দুই মেয়ে সানজিদা সাজু , সুমাইয়া উপস্থিত ছিলেন। এক পর্যায়ে  সাবরিনা ও ঠোঙ্গা রাসেল মিলে ফ্লাটের একটি কক্ষে নয়নকে আটকে  লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এবং ধারালো  ছোড়া দিয়ে কুপিয়ে নিন্মাংশ জখম করে হত্যা নিশ্চিত করে।

পরে দিন ৬ অক্টোবর  পরস্পরের সহযোগিতায় চয়ন, জুয়েল, নোমান, সুমাইয়া, সানজিদা, সামির সহ আরো দুই তিনজন মিলে হত্যাকান্ড ধামাপাচা দিতে হেক্সব্লেড দিয়ে দুই পা বিচ্ছিন্ন করে মৃত দেহ উপরের অংশ হাত রশি দিয়ে বেধে পলিথিন ও স্কচটেপ দিয়ে পেচিয়ে ড্রামে ভরে শিয়াচর একটি মার্কেটের পেছনে নির্জন জায়গায়  ফেলে দেয়।

বিচ্ছিন্ন পা দুটি পিলকুনি প্রাইমারী স্কুলের পেছনে পরিত্যক্ত জায়গায় ফেলে দেয়। পুলিশ জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে হত্যাকান্ডের কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় নিহতের বাবা আব্দুস সালাম  বাদি হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।


সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার,  তারেক আল মেহেদী,  হাসিনুর রহমান, ফতুল্লা থানার ওসি আনোয়ার হোসেসহ পুলিশের কর্মকর্তারা। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • তারা উড়ে এসে জুড়ে বসে দল থেকে মনোনয়ন চায় : টিপু
  • আর্থিক সংকট জয় করে খুদে কারাতেদের হাসি ফিরিয়ে দিলেন ডিসি জাহিদুল
  • বন্দর ২১নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ 
  • ওসমান পরিবারের দোসররা নব্য গডফাদারদের সাথে লুটপাটে লিপ্ত : রফিউর রাব্বি
  • বন্দরে যুবলীগ নেতা দ্বীন ইসলামকে বিএনপিতে পূর্নবাসনের অভিযোগ
  • ত্বকীর ঘাতকদের বিচার না করে বারবার পুরস্কৃত করার অভিযোগ
  • স্বপ্ন দেখি টেকসই, স্মার্ট ও আধুনিক নারায়ণগঞ্জ: অধ্যাপক আলিয়ার
  • ফতুল্লায় দু’পা বিচ্ছিন্ন নয়ন হত্যা মামলার ৭ আসামি গ্রেপ্তার, রিমান্ড মঞ্জুর