রূপগঞ্জে মাদক বেচাকেনার সময় ৬ জনকে আটক করে পুলিশের সোপর্দ
Published: 10th, October 2025 GMT
রূপগঞ্জে মাদক বেচাকেনার সময় মাদক বিক্রেতা ও মাদক সেবীসহ ৬ জনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকা থেকে তাদের আটক করে এলাকাবাসী।
আটককৃতরা হলেন, নাজমা বেগম , মৌসুমী, নাজমুল, খলিল, মাসুদ রানা ও রিয়াজ। পরে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মৈকুলি এলাকায় স্থানীয় এলাকাবাসী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেন। গত কয়েক মাস আগেও মাদক ব্যবসায়ীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
পরে আরো কয়েকজন মাদক বিক্রেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। মৈকুলি এলাকার নাজমা বেগম স্থানীয়ভাবে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। সে নিজের বাড়িতে মাদক বিক্রিসহ নানা অপকর্ম চালায় বলে এলাকাবাসীর কাছে খবর ছিল।
গত শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে নাজমা বেগমের বাড়িতে তল্লাশি চালায় এলাকাবাসী। এ সময় নাজমা আক্তার ও তার বাড়িতে মাদক সেবন করতে আসা ৫ জনকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে এলাকাবাসী।
রূপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে নাজমা বেগমের ঘর থেকে নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, নাজমা বেগমসহ ছয় জনকে মাদকসহ আটকের পর পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪০ পিসি ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ য় এল ক ব স র পগঞ জ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আছাউল হক ভূঁইয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ঠাকুর বাড়ি টেক মরহুম বীর মুক্তিযোদ্ধা আছাউল হক ভূঁইয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নবেম্বর) বিকালে ঠাকুর বাড়ি টেক স্পোর্টিং ক্লাবের আয়োজনে বায়তুল মোতালিব জামে মসজিদ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ঠাকুর বাড়ি টেক একাদশ বনাম মঙ্গলখালী একাদশ প্রতিযোগিতা করে। পরে টাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে মঙ্গলখালী একাদশ জয় লাভ করে।
অনুষ্ঠানে রূপগঞ্জ থানা বিএনপির সদস্য কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং ভুলতা ইউনিয়ন যুবদলের সহ-যুববিষয়ক সম্পাদক মাসুদ রানা, ভুলতা ইউনিয়ন যুবদলের কার্যকরী সদস্য টিপু সুলতান, ভুলতা ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক নাজমুল ভূঁইয়া, সদস্য আহাম্মদ মিয়া, আমির হোসেন প্রমুখ।
এক উৎসবমুখর পরিবেশে খেলা শেষে বিজয়ী দল মঙ্গলখালী একাদশের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় বক্তারা বলেন, “খেলাধুলায় মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক কাঠামো গড়ে ওঠে। খেলাধুলা শুধু শরীরকেই সুস্থ রাখে না, এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে।
নিয়মিত খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে এবং মাদকের প্রতি আসক্তি কমে আসে।