আড়াইহাজারে কৃষি অলিম্পিয়াড বাছাই অনুষ্ঠিত
Published: 10th, October 2025 GMT
কৃষি ও প্রযুক্তিতে পরবর্তী প্রজন্মকে সবুজ, নিরাপদ, পুষ্টিকর এবং স্মার্ট খাদ্য নিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ে একাডেমি ভবন এ অনুষ্ঠান আয়োজন করে অলিম্পিয়াড কতৃপক্ষ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন শেখ মোঃ মামুনুর রশীদ, ইউএনও, আড়াইহাজার উপজেলা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোরশেদ রেহেনা পারভীন,অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আড়াইহাজার নারায়ণগঞ্জ। আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন কৃষিবিদ মোহাম্মদ আব্দুল কাদির, মূখ্য প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
এসময় অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর রায়হান চৌধুরী সাফা ও নারায়ণগঞ্জ জেলার এসিস্ট্যান্ট টিম ম্যানেজার জাকিয়া ইসলাম, টিম লিডার রিজওয়ানা জান্নাত নিসা, পাবলিক রিলেশন এক্সিকিউটিভ মাহমুদ হাসান সরকার, মো: আবরার শাহরিয়ার নাবিল, হাফসা আক্তার, মাহামুদা আক্তার মিতু, রাশেদ জামান, ফাহাদ হাসান সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
জানা গেছে, আড়াইহাজার উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৪০০ শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা জেলা ও বিভাগীয় পর্যায়ের পর্বে অংশগ্রহণ করবে।
আয়োজকরা জানান, এ অলিম্পিয়াডের মূল লক্ষ্য হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, পুষ্টিবিষয়ে উৎসাহ তৈরি এবং ভবিষ্যৎ কৃষি উদ্যোক্তা গড়ে তোলা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অল ম প য় ড অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আছাউল হক ভূঁইয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ঠাকুর বাড়ি টেক মরহুম বীর মুক্তিযোদ্ধা আছাউল হক ভূঁইয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নবেম্বর) বিকালে ঠাকুর বাড়ি টেক স্পোর্টিং ক্লাবের আয়োজনে বায়তুল মোতালিব জামে মসজিদ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ঠাকুর বাড়ি টেক একাদশ বনাম মঙ্গলখালী একাদশ প্রতিযোগিতা করে। পরে টাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে মঙ্গলখালী একাদশ জয় লাভ করে।
অনুষ্ঠানে রূপগঞ্জ থানা বিএনপির সদস্য কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং ভুলতা ইউনিয়ন যুবদলের সহ-যুববিষয়ক সম্পাদক মাসুদ রানা, ভুলতা ইউনিয়ন যুবদলের কার্যকরী সদস্য টিপু সুলতান, ভুলতা ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক নাজমুল ভূঁইয়া, সদস্য আহাম্মদ মিয়া, আমির হোসেন প্রমুখ।
এক উৎসবমুখর পরিবেশে খেলা শেষে বিজয়ী দল মঙ্গলখালী একাদশের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় বক্তারা বলেন, “খেলাধুলায় মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক কাঠামো গড়ে ওঠে। খেলাধুলা শুধু শরীরকেই সুস্থ রাখে না, এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে।
নিয়মিত খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে এবং মাদকের প্রতি আসক্তি কমে আসে।