বুয়েট ও ঢামেকে ডিএসসিসি পরিচ্ছন্নতা অভিযান
Published: 11th, October 2025 GMT
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শনিবার (১১অক্টোবর) বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে ডিএসসিসি।
আরো পড়ুন:
আবরারের রক্ত বৃথা যায়নি, জাতিকে জাগিয়ে তুলেছে
শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক: ডাকসু
এছাড়া, ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদে আনন্দবাজার মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
অভিযানে ডিএসসিসির প্রশাসক মো.
এর আগে, ডিএসসিসি ও ডাকসুর যৌথ উদ্যোগে সকাল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। এ অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ১৩০০ কর্মী এবং সংশ্লিষ্ট ক্যাম্পাসগুলোর পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন।
অভিযানের আওতায় ড্রেন, নর্দমা, ফুটপাত ও জমে থাকা ময়লা পরিষ্কার করা হয় এবং মশা নিধনে ওষুধ ছিটানো হয়। জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি র্যালিও অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, “উন্নত দেশের আদলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো পরিচ্ছন্ন রাখতে আজ থেকে আমরা একসঙ্গে নিয়মিতভাবে কাজ করব।”
তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের অভ্যাসগত পরিবর্তনের ওপর গুরুত্ব দেন এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “জ্ঞানচর্চার প্রধান তিন কেন্দ্র—ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ক্যাম্পাস প্রশাসন ও ডিএসসিসি সমন্বিতভাবে কাজ করবে।”
তিনি আরো বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে ডিএসসিসিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি মনে হলেও প্রকৃত চিত্র তা নয়। কারণ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডেঙ্গু রোগীরা চিকিৎসার জন্য ডিএসসিসি এলাকায় আসেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত এবং যানজট নিরসনে অবৈধ দোকান বা ব্যবসা আর অনুমোদন পাবে না বলে তিনি জানান।
এ অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড এসস স ম ড ক ল কল জ ড এসস স র
এছাড়াও পড়ুন:
জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘‘আমি হইলাম ফজা পাগলা—এই টাইটেলটা আমাকে দিয়েছে স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন। আপনারা তাদের ভোট দেবেন?’’
শুক্রবার (২৮ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ‘‘কালকেও আমাকে অত্যন্ত ১০০ বকা দেওয়া হয়েছে। কী বকা দেয় বুঝবেন না আপনারা। সহ্য করা যায় না। আমার অপরাধ কী? আমিতো জামায়াতে ইসলাম, মুক্তিযুদ্ধবিরোধীদের বকি নাই। তারা ৫ আগস্টের পরে যখন বলতে শুরু করল, ৪৭ সনে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আর ২৪ সনে শেষ মুক্তিযুদ্ধ হইছে। একাত্তরে নাকি একটা ‘গণ্ডগোল’ হয়েছিল, আর সেটা ভারত লাগিয়েছে।’’
অনুষ্ঠানে ফজলুর রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/রুমন/রাজীব