ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে না’গঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র সচেতনতার আহ্বান
Published: 11th, October 2025 GMT
বর্তমানে দেশজুড়ে অনেকেই মহামারি ব্যধিতে আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগে। এ রোগ এতটাই ভয়াবহ আকার ধারন করেছে যে, এই রোগে আক্রান্ত হয়ে মানুষ অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এ রোগ হতে পরিত্রান পেতে হলে আমাদের সকলে সচেতন হতে হবে। তাহলেই এই মরন ব্যধি রোগের প্রতিরোধ করা সম্ভব।
চিকিৎসা বিজ্ঞানের মতে এ রোগের বিস্তার ঘটে মূলত এডিস মশার মাধ্যমে। যা আমাদের আশেপাশে জমে থাকা পানি বা ময়লা আবর্জনা থেকেই এডিস মশার জন্ম হয়ে থাকে । আমাদের সবারই উচিত সামাজিক সচেতনতাবোধ জাগ্রত করা। এ মূল্যবোধের মধ্য দিয়ে নিজ নিজ বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং প্রতিবেশীকেও এ ব্যাপারে সচেতন করা।
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র আহ্বায়ক কমিটি'র পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে শফিকুল ইসলাম আরজু, এস,এম, জহিরুল ইসলাম বিদ্যুৎ, কাজী আনিসুল হক হীরা সকলের প্রতি মানবিক আহ্বান জানান, আসুন আমরা সবাই সচেতন হই।
মরন ব্যধি ডেঙ্গু ও চিকনগুনিয়ার অকাল মৃত্যুর হাত থেকে মুক্ত থাকতে বাড়ির পাশে জমে থাকা পানি এবং ময়লা আবর্জনা মুক্ত পরিবেশ গড়ে তুলি এবং রোগে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা সেবা নিতে নিকটস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে দ্রুত যোগাযোগে সহায়তা করি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপের টিকিট কাটল ঘানা
পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গতকাল রাতে মোহাম্মদ কুদুসের গোলে কোমোরোসকে ১–০ গোলে হারিয়েছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত দলটি।
এর ফলে আফ্রিকার উত্তরাঞ্চলের বাইরের প্রথম দেশ হিসেবে এবার বিশ্বকাপে জায়গা করল ঘানা। এর আগে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকার, ঘানা পশ্চিমের।
আক্রায় পাওয়া এই জয়ে গ্রুপ ‘আই’তে ঘানার পয়েন্ট ১০ ম্যাচে ২৫। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে তারা। ৯ গ্রুপের রানার্সআপদের মধ্যে শীর্ষ চারে থেকে আঞ্চলিক প্লে–অফ নিশ্চিত করতে মাদাগাস্কারকে মালির বিপক্ষে জিততেই হতো। কিন্তু বামাকোতে গতকাল রাতে মালির কাছে ৪–১ গোলে হেরে লড়াই থেকে ছিটকে গেছে তারা।
আরও পড়ুন১২ বছর পর বিশ্বকাপে মাহরেজের আলজেরিয়া, রইল বাকি ২৮১০ অক্টোবর ২০২৫ঘানা অবশ্য এই ম্যাচের আগেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ টিকিট নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল। ঘানাকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে মাদাগাস্কারকে গতকাল নিজেদের ম্যাচে জেতার পাশাপাশি পোষাতে হতো ৮ গোলের ঘাটতিও; সঙ্গে ঘানার হার তো আছেই। ফলে মাদাগাস্কারের যেটুকু সম্ভাবনা ছিল, তা শুধু কাগজে–কলমেই। তবে সে হিসাব–নিকাশে যাওয়ার প্রয়োজনই পড়েনি।
গতকাল রাতে জিতেছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা মিসরও