প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রুপান্তর আন্দোলন পরিষদের উদ্যোগে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ শিক্ষার্থীদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিলে সচিবালয় লিংক রোডে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না’ দালালদের টালবাহানা চলবে না চলবে না’ এমন স্লোগান দেন। 

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রুপান্তর আন্দোলন পরিষদের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান রাইজিংবিডি ডটকমকে বলেন, “সরকার সাত কলেজকে নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো আইন জারি করা হয়নি। আমরা আজই অধ্যাদেশ চাই। তা নাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আর শিক্ষা নিয়ে বাণিজ্য করতে দেওয়া হবে না।”

ইডেন মহিলা কলেজ শিক্ষার্থী স্মৃতি আক্তার রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমাদের সাত কলেজ নিয়ে সরকার টালবাহানা শুরু করেছে। অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ বাস্তবায়ন করতে হবে। তা নাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

২০১৭ সালে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। তখন থেকেই সংকট ছিল। চলতি বছরের জানুয়ারিতে সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 

শিক্ষার্থীর দাবি আর আন্দোলনের মুখে গত ২৬ মার্চ সরকার ঢাকার সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

ঢাকা/রায়হান/ ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ন ট র ল ইউন ভ র স ট কল জ র শ ক ষ র থ স ত কল জ সরক র

এছাড়াও পড়ুন:

রুদ্রনীলের সঙ্গে তনুশ্রীর প্রেম কেন ভেঙেছিল?

ভক্তদের অপেক্ষার প্রহরের ইতি টেনে বিয়ে করেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। শুক্রবার (২৭ নভেম্বর) তার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর টলিপাড়ায় হইচই পড়ে গিয়েছে। তার অন্যতম কারণ বিদেশ বিভূঁইয়ে হঠাৎ গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা।  

এক চল্লিশের তনুশ্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী সুজিত বসুকে বিয়ে করেছেন। ভালোবেসে বিয়ে করলেও একসময় চুটিয়ে প্রেম করতেন রুদ্রনীল ঘোষের সঙ্গে। শোনা যায়, তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু এ জুটির প্রেম পরিণয় পায়নি। তাদের প্রেমের বিচ্ছেদ নিয়ে নানা কাহিনি শোনা গেছে। কিন্তু কেন ভেঙেছিল রুদ্রনীল-তনুশ্রীর প্রেম? 

আরো পড়ুন:

বেড়াতে গিয়ে বিদেশ বিভুঁইয়ে বিয়ে করলেন নায়িকা

অনৈতিক কাজে শুধু পুরুষরাই জড়িত, তা ঠিক নয়: মমতা

এক সাক্ষাৎকারে তনুশ্রীর সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানতে চাইলে রুদ্রনীল ঘোষ বলেছিলেন, “বন্ধুকে যে কথা অবলীলায় বলা যায়, তা প্রেমিকাকে বলা সম্ভব নয়, তাই আলাদা হয়ে গেলাম।” এর বেশি কিছু জানাননি ‘রাজকাহিনি’খ্যাত এই তারকা। 

তবে টলিপাড়ায় জোর গুঞ্জন রয়েছে, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেডরুম’ সিনেমায় অভিনয় করেন—রুদ্রনীল, তনুশ্রী ও উষসী চক্রবর্তী। এ সিনেমায় কাজ করতে গিয়ে উষসীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রুদ্রনীলের। বিষয়টি মেনে নিতে পারেননি তনুশ্রী। ফলে এ সম্পর্ক ভেঙে দেন তিনি। যদিও এ নিয়ে টুঁ-শব্দ করেননি এই নায়িকা। পরবর্তীতে ব্যবসায়ী রাজকুমার গুপ্তের সঙ্গে নাম জড়িয়েছিল তনুশ্রীর। 

প্রাক্তন প্রেমিকা তনুশ্রী চক্রবর্তীর বিয়ের খবর পেয়েছেন রুদ্রনীল ঘোষ। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে তনুশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেতা। রুদ্রনীল বলেন, “তনুশ্রী আর আমিই বাকি ছিলাম। ও শুভকাজ সেরে ফেলল। এরপরেও বিয়ে না করলে ব্যাপারটা খুব খারাপ দেখায়।”  

এ আলাপচারিতায় স্মৃতিকাতর হয়ে পড়েন রুদ্রনীল। এ অভিনেতা বলেন, “বিচ্ছেদের পরও আমরা ভালো বন্ধু ছিলাম। বন্ধু যখন ভালো থাকে, তখন মন আপনা থেকেই ভালো হয়ে যায়।” পাশাপাশি আফসোস ও রসিকতার স্বরে রুদ্রনীল ঘোষ বলেন, “কলকাতায় বিয়ে করলে নিশ্চয়ই তনুশ্রী নিমন্ত্রণ করতো, পাত পেড়ে কব্জি ডুবিয়ে খেতে পারতাম। সেটা হলো না।” 

৫২ বছরের রুদ্রনীল ঘোষ এখনো অবিবাহিত। প্রাক্তনের বিয়ের খবরে নিজের বিয়েরও ঘোষণা দেন। তিনি বলেন,  “২০২৬ সালের মাঝামাঝি আমিও বিয়ে করছি।” পাত্রী নির্বাচন শেষ করেছেন কি না তা জানতে চাইলে রুদ্রনীল বলেন, “পাত্রী নির্বাচন করিনি। তবে আমার মতো ট্রেন ফেল করা প্যাসেঞ্জার অনেকেই আছেন। নিশ্চয়ই তেমন কাউকে পেয়ে যাব।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ