মঞ্চে ‘আলিবাবা এবং চল্লিশ চোর’
Published: 13th, November 2025 GMT
কার্তিকের শেষ প্রহর, শীতের আভাস বাতাসে। এ সময়টায় ঢাকার নাট্যাঙ্গন জমজমাট থাকে। তবে ঢাকার নাট্যাঙ্গন এখনো যেন পুরোপুরি জেগে ওঠেনি। নিয়মিত মঞ্চায়ন কমে গেছে, দর্শকও আগের মতো ফিরছেন না। এমন এক মন্দা সময়ে বড় আয়োজনে মঞ্চে নতুন নাটক এনেছে পদাতিক নাট্য সংসদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়নে ৮ ও ৯ নভেম্বর তারা মঞ্চস্থ করেছে ‘আলিবাবা এবং চল্লিশ চোর’। আরব্য রজনীর জনপ্রিয় গল্প অবলম্বনে নাটকটি লিখেছেন উম্মে হানী, পরিকল্পনা ও নির্দেশনায় সুদীপ চক্রবর্তী। এটি পদাতিকের ৪৫তম প্রযোজনা।
নাটকের অভিনেতা ও পদাতিকের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জানান, দুই প্রদর্শনীতেই দর্শক উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নাটকটি নিয়ে প্রতিক্রিয়া ছিল আশাব্যঞ্জক, যা এই মন্দা সময়ে দলকে নতুন অনুপ্রেরণা দিয়েছে। নাটকটিতে মঞ্চে অভিনয় করেছেন ২১ জন আর নেপথ্যে কাজ করেছেন ২৮ জন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরীফুল ইসলাম, মেঘা ঘোষ, সৈয়দা শামছি আরা, জিয়াউল হক, জিনিয়া আজাদ, শাখাওয়াত হোসেন, হাসিনা আকতার, নূর-ই-আলম, বর্ষা ঘোষ, সবুজ খান, তপু চন্দ্র দাস।
‘আলিবাবা এবং চল্লিশ চোর’–এর দৃশ্য। ছবি: পদাতিকের সৌজন্যে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পদ ত ক
এছাড়াও পড়ুন:
রাজনৈতিক দলগুলোর ইতিবাচক যুক্ততা চায় ইউরোপীয় ইউনিয়ন
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পথে উত্তোরণের প্রক্রিয়ায় সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাই রাজনৈতিক দলগুলোকে পরবর্তী পদক্ষেপগুলোতে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার জন্য ইইউ উৎসাহিত করছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় ইউরোপের ২৭ দেশের জোট এ আহ্বান জানিয়েছে। ইইউ বৃহস্পতিবার তাদের এক্স হ্যান্ডলারে এটি প্রচার করেছে।
ইইউ লিখেছে, ‘আগামী ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রেক্ষাপটে আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানাই।’