রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীমকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বাস পোড়ানোর ঘটনায় গুলশান থানায় হওয়া একটি মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক এই আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ইস্কান্দারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক লিটন কুমার বসাক। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি হয়। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইস্কান্দার মির্জাকে গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লক্ষ্মীপুর-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ইস্কান্দার। ১০ নভেম্বর বিকেলে তাঁর নির্দেশে আসামিরা গুলশান থানার শাহাজাদপুর বাঁশতলা এলাকায় বাস পুড়িয়ে দেন। এতে মামলার বাদী গাড়ির মালিক হাফিজুল ইসলামের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্তে এই ঘটনায় ইস্কান্দার মির্জার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেন। তাঁরা এ ঘটনার সঙ্গে ইস্কান্দারের সম্পর্ক না থাকার দাবি করেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর : জাহাঙ্গীর

‎বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেন, চিকিৎসার জন্য দেশের ২৬টি হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে। আমরা মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস লিখে যেতে চাই।

মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ কিংবা দুই লক্ষ মা বোনের ইজ্জতহানি হিসেবটা কোথায়, তার তালিকা তৈরি করতে চাই।

মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর। অর্থের বিনিময়ে, আত্মীয়তা ও রাজনীতির কারণে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। প্রতি থানায় সাতজন স্বচ্ছ মুক্তিযোদ্ধা বের করা যাচ্ছে না। প্রতি তিন জনে দুজনই ভুয়া মুক্তিযোদ্ধা।

‎বুধবার (১২ নভেম্বর) দুপুরে শহরের কালীরবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত “বীর মুক্তিযোদ্ধা সমাবেশ”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

‎মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সহায়তার নতুন সুবিধার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর।

দেশের ২৬টি হাসপাতালে মুক্তিযোদ্ধারা চিকিৎসা পাবেন এবং প্রত্যেক মুক্তিযোদ্ধা ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সামগ্রী এবং তাঁর স্ত্রী ২ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সামগ্রী পাবেন বলে তিনি জানান।

‎মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

‎এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির সহ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত সদস্য, স্থানীয় সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই হত্যা মামলায় ফেনীতে কারাগারে থাকা প্রবাসীর জামিন
  • রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার দুই মাস পর আদালতে পরিবারের মামলা
  • বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া নিয়ে রুল শুনানি ১৯ নভেম্বর
  • শেখ হাসিনার মামলার বিচারপ্রক্রিয়ায় অস্বচ্ছতা দেখেননি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
  • পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন সর্বোচ্চ আদালত
  • মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর : জাহাঙ্গীর
  • নারী ক্রিকেটে অসদাচরণ তদন্তে যুক্ত হলেন আরও দুজন
  • যৌন নির্যাতনের অভিযোগ জাহানারার: তদন্ত কমিটিতে আরো ২ জন
  • ‘মাথার ওপর যেন ছাদ ভেঙে পড়তে চলেছে’—ইসলামাবাদে হামলা নিয়ে প্রত্যক্ষদর্শী