সেন্ট মার্টিন ও হাতিয়ায় নৌপথে পণ্য পাচারের চেষ্টা, ৩৩ জন আটক
Published: 13th, November 2025 GMT
কক্সবাজারের টেকনাফ ও নোয়াখালীর হাতিয়ায় পৃথক অভিযানে নৌপথে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ডাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ২টি ট্রলার, ২টি ফিশিং বোটসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগর ও মেঘনা নদীতে এসব অভিযান চালানো হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন শাকিব মেহবুব জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে ছেঁড়াদিয়া–সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালানো হয়। ওই সময় মিয়ানমারের উদ্দেশে যাওয়া দুটি ট্রলার আটক করে তল্লাশি চালিয়ে ৬৫০ বস্তা সিমেন্ট ও ৬০০ বস্তা মটর ডাল জব্দ করা হয়। পণ্যের আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকার বেশি। বৈধ কাগজপত্র না থাকায় ট্রলার দুটিতে থাকা ২২ জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। হাতিয়া স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দুটি ফিশিং বোট আটক করেন। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৬৪৫ বস্তা সিমেন্ট জব্দ ও ১১ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম উল হক প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মেঘনা নদীপথ ব্যবহার করে সিমেন্ট, সারসহ বিভিন্ন পণ্য মিয়ানমারে পাচার করে আসছে—এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। জব্দ পণ্যের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কোস্টগার্ড বলছে, পাচারকারীরা সিমেন্ট ও ডাল পাচারের বিপরীতে মিয়ানমার থেকে মাদক এনে বাংলাদেশে বিক্রির পরিকল্পনা করেছিল।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাড়ির বিমা কেন করবেন, কী সুবিধা পাবেন
গাড়ি এখন আর নিছক বিলাসিতার উপাদান নয়, প্রয়োজনেরও বটে। সে কারণে দেশের মধ্যবিত্তের বড় একটি অংশ গাড়ি কেনেন। এর মধ্য দিয়ে শখের সঙ্গে প্রয়োজনও মেটাচ্ছেন তাঁরা।
শখ ও প্রয়োজন যেখানে একাকার হয়ে যায়, সেখানে যত্নআত্তির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গাড়ির সাধারণ দেখাশোনার পাশাপাশি বিমাও একধরনের যত্নআত্তির মতো। কেননা, ঢাকাসহ দেশের সব সড়কের নিরাপত্তা নিয়ে জনমনে বড় ধরনের উদ্বেগ থাকে। দেশে প্রতিবছর ছোট–বড় অনেক দুর্ঘটনা হয়। এসব দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হয়।
যাঁরা গাড়ি ব্যবহার করেন, তাঁরা জানেন, একবার গাড়ির ক্ষতি হলে কত টাকা খরচ হয়। সে কারণে বিমা গুরুত্বপূর্ণ। গাড়ির যেকোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষ বা সম্পদের ক্ষতিপূরণ গাড়ির মালিককে বহন করতে হবে। কিন্তু দেশের প্রচলতি আইন অনুযায়ী গাড়ির জন্য বিমা করা বাধ্যতামূলক নয়। তারপরও বিমা করা ভালো। বিমার কাজ হলো ঝুঁকির বিপরীতে নিরাপত্তা দেওয়া। ফলে মোটর বিমা করা থাকলে একদিকে যেমন গাড়ির মালিক সুরক্ষিত থাকতে পারেন, তেমনি সরকারও রাজস্ব আয় করতে পারে।
গাড়ি বিমায় যেসব সুবিধা
বিমা করা থাকলে কিছু সুনির্দিষ্ট কারণে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে বিমা সুবিধা পাওয়া যায়। সেগুলো হলো:
১. আগুন, বিস্ফোরণ বা বজ্রপাত
২. চুরি, বাড়ি ভাঙা বা ডাকাতি
৩. চুরির কারণে সম্পত্তি নষ্ট
৪. দাঙ্গা, ধর্মঘট, ক্ষতিকর কর্মকাণ্ড
৫. দাঙ্গা, ধর্মঘট, ইচ্ছাকৃত ক্ষতি বা সন্ত্রাস কর্মকাণ্ড
৬. প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্প
৭. সরাসরি ভূমিকম্প বা ভূমিকম্পের ফলে অগ্নিকাণ্ড
৮. বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, সাইক্লোন
৯. দুর্ঘটনাজনিত গাড়ির বাইরের অংশের ক্ষতি
১০. গাড়ি পরিবহনের সময় পথে ক্ষতি
কী লাভ
এই ধরনের ক্ষতির পুষিয়ে নিতে বিপুল অর্থের প্রয়োজন হয়। বিমা মানুষকে অর্থাৎ গাড়ির মালিকদের এ ধরনের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখে। অর্থাৎ ক্ষতিপূরণ দেয়। তাই রাস্তায় গাড়ি নামাতে বা চালাতে হলে মোটর বিমা বাধ্যতামূলক করা উচিত বলেই মনে করেন বিশ্লেষকেরা।
এ বিষয়ে নিটোল ইনস্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক বলেন, বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় এবং পার্শ্ববর্তী দেশগুলোর আদলে তৃতীয় পক্ষের মোটর বিমা বাধ্যতামূলক করা যেতে পারে। এতে অন্তত ন্যূনতম দায়বদ্ধতা থাকবে। বর্তমান প্রিমিয়ামের হার ও ক্ষতিপূরণের অঙ্ক বাড়াতে হবে। ক্ষতি ও দাবি পূরণের প্রক্রিয়া সহজ করা, আদালতে স্থায়ী বেঞ্চ গঠন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শিগগিরই ক্ষতিপূরণের ব্যবস্থা করার সুপারিশ করেন তিনি।
বিমা করতে কী লাগে
মোটর বিমা করতে সাধারণত গাড়ির রেজিস্ট্রেশন–সংক্রান্ত কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, কর পরিশোধের প্রমাণপত্র (ট্যাক্স টোকেন), মালিকের পরিচয়পত্রসহ (যেমন জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট) নানা তথ্য ও দলিল প্রয়োজন হয়। বিমা করতে চাইলে এসব কাগজপত্র নিয়ে সরাসরি বিমা কোম্পানির কার্যালয়ে যোগাযোগ করা যায়।