হৃদয়ের মরদেহ রাতে কড্ডা নদীতে ফেলে দেওয়া হয়: চিফ প্রসিকিউটর
Published: 13th, October 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানের সময় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কলেজছাত্র মো. হৃদয়কে হত্যা করে তাঁর মরদেহ কড্ডা নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, তাঁর মরদেহ উদ্ধারে ডুবুরি নামানো হয়েছিল, তবে কিছুই পাওয়া যায়নি।
গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলায় আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। প্রসিকিউশনের পক্ষ থেকেই দুই দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। আজ যুক্তিতর্ক উপস্থাপনের সময় হৃদয় হত্যার বিষয়টি উল্লেখ করেন তাজুল ইসলাম।
টাঙ্গাইলের গোপালপুরের আলমগর গ্রামের লাল মিয়ার ছেলে হৃদয় লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ী এলাকায় বসবাস করে অটোরিকশা চালাতেন।
আজ ট্রাইব্যুনালে হৃদয় হত্যার একটি ভিডিও দেখানো হয়। সেখানে দেখা যায়, পুলিশের কয়েকজন সদস্য হৃদয়কে আটক করেছেন। রাস্তার ওপর পুলিশের সদস্যরা হৃদয়কে ঘিরে আছেন। এর মধ্যে পুলিশের এক সদস্য হৃদয়কে গুলি করেন। হৃদয় মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশের সদস্যরা পরে চলে যান। পরে পুলিশের দু-তিনজন সদস্য এসে হৃদয়কে টেনে নিয়ে যান।
ভিডিও দেখানো শেষে ট্রাইব্যুনালে তাজুল ইসলাম বলেন, এই গুলি যে পুলিশ সদস্য করেছেন, তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মরদেহ গাড়িতে তুলে নিয়ে রাতে ব্রিজের ওপর থেকে কড্ডা নদীর একদম মাঝখানে ফেলে দেওয়া হয়। এ পর্যন্ত স্বীকারোক্তি আছে। তাঁর মরদেহ উদ্ধারের জন্য তাঁরা ডুবুরি নামিয়েছিলেন। যেহেতু এক বছর পরে এবং সেখানে স্রোত আছে, কোনো কিছুই পাওয়া যায়নি।
গ্রেপ্তার ওই কনস্টেবলের নাম মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র মরদ হ হ দয়ক সদস য
এছাড়াও পড়ুন:
‘সাইয়ারা’ নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উসকে দিলেন নায়ক
অনেক দিন ধরেই বলিউড যাত্রা নিয়ে স্বপ্ন বুনে আসছিলেন আহান পান্ডে। যশরাজ ফিল্মসের হাত ধরে সেই স্বপ্ন পূরণ হয়েছে চাঙ্কি পান্ডের ভাতিজার। ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দা কাঁপান। এ সিনেমায় অনীত পড্ডার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আহান পান্ডে। এ জুটির রসায়নে মুগ্ধতা প্রকাশ করেছেন সিনেমাপ্রেমীরা।
‘সাইয়ারা’ সিনেমার জ্বরে যখন বুঁদ হয়েছিলেন জেন-জিরা। তখনই আহান-অনীত জুটির প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়ায়। এবার এই প্রেমের গুঞ্জন উসকে দিলেন আহান পান্ডে নিজেই।
আরো পড়ুন:
সালমানকে অনেকেই ভয় পান: এলি
অরিজিতের সঙ্গে দ্বন্দ্ব, ভুল স্বীকার করলেন সালমান
সোমবার (১৩ অক্টোবর) অনীত পড্ডার জন্মদিন। বিশেষ দিনে আহান পান্ডে বেশ কিছু ছবি তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, কনসার্টে আহান-অনীতের কাটানো নানা মুহূর্ত। একটি ছবিতে দেখা যায়, মজার ভঙ্গিতে পোজ দিচ্ছেন অনীত। আর আহান একটি ঘনিষ্ঠ সেলফিতে চোখ বন্ধ করে মুহূর্তটিকে উপভোগ করছেন।
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, আহান-অনীতের এসব ছবি কোল্ডপ্লের কনসার্টে তোলা। ‘সাইয়ারা’ সিনেমা মুক্তির আগে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। অর্থাৎ সিনেমা মুক্তির আগে থেকেই তারা একসঙ্গে সময় কাটান।
গত ১৮ জুলাই মুক্তি পায় আহান-অনীতা অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন মোহিত সুরি। ৪৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৫৭০-৫৮১ কোটি রুপি।
ঢাকা/শান্ত