অকৃতজ্ঞ মানুষদের সাহায্য করা বন্ধ করুন: ভাবনা
Published: 7th, November 2025 GMT
ছোটপর্দা থেকে বড়পর্দা—দুই প্ল্যাটফর্মেই নিজের অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দার চরিত্রে যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমনি সরব ও স্পষ্টভাষী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব ভাবনা। নিয়মিত ছবি ও নিজের ভাবনার টুকরো এ মাধ্যমে প্রকাশ করে থাকেন। ফলে অনেক সময় কটাক্ষের মুখে পড়তে হয় এই অভিনেত্রী। এবার ‘অকৃতজ্ঞদের’ নিয়ে নিজের অবস্থানের জানান দিলেন ভাবনা।
আরো পড়ুন:
গাজীপুরে এএ ইয়ার্ন মিলস বন্ধ ঘোষণা
নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, জলকামান দিয়ে সরাল পুলিশ
শুক্রবার (৭ নভেম্বর) ভাবনা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, “আপনি যতই দয়ালু, যত্নশীল বা উদার হোন না কেন, একজন অকৃতজ্ঞ মানুষের জন্য তা কখনোই যথেষ্ট হবে না। আপনি কখনো অকৃতজ্ঞ একজন মানুষকে সন্তুষ্ট করতে পারবে না।”
খানিকটা ব্যাখ্যা করে ভাবনা বলেন, “অকৃতজ্ঞ মানুষদের সাহায্য করা বন্ধ করুন। কারণ আপনি যতবারই তাদের পাশে দাঁড়ান না কেন, তারা একসময় তাদের কুৎসিত মুখ আপনার সামনে প্রকাশ করবে। নিজেকে এমন মানুষদের সঙ্গে রাখুন, যারা আপনার প্রচেষ্টাকে মূল্য দেয় এবং আপনার সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।”
ভাবনার এসব চিন্তাকে নেটিজেনদের একটি অংশ সমর্থন করেছেন, কেউ কেউ বরাবরের মতো আক্রমণ করে মন্তব্য করেছেন। তানিন নামে একজন লেখেন, “একদম ঠিক বলেছেন। কৃতজ্ঞতা না থাকলে কোনো সম্পর্কই টিকে না। এখন বুঝি সবাইকে নয়, শুধু যারা সত্যিকারের মূল্যায়ন করে, তাদের জন্যই সময় ও ভালোবাসা দেওয়া উচিত।” হামিম লেখেন, “কথাগুলো বাস্তব।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ বন র প শ ক ট ভ ন টক
এছাড়াও পড়ুন:
যে ৪ ‘মানি রুল’ ধনীরা কাউকে বলেন না
১. আয় করার চেয়ে ‘ব্যয় করা’ কঠিন
কেমন অদ্ভুত শোনাল কথাটা, তাই না? এই ‘ব্যয়’ মানে ইচ্ছেমতো খরচ নয়, বরং ‘মানি ম্যানেজমেন্ট’ জানা। নিজের সব খরচের দায়িত্ব নেওয়া, জরুরি অবস্থার তহবিল রাখা, জমানো, সঠিক জায়গায় বিনিয়োগ করা। ধনীরা একেবারে ছোটবেলা থেকে তাঁদের শিশুদের এটি শেখান।
২. টাকা ‘ছাপানো’ শিখুনএর মানে হলো টাকা বানানো বা তৈরি করা শিখুন। আপনি হয়তো অর্থ আয় করতে জানেন, কিন্তু ধনী হতে গেলে আপনাকে টাকা দিয়ে টাকা বানানো জানতেই হবে। অর্থাৎ বিনিয়োগ করা শিখতে হবে। ধরুন, আপনি জীবনের প্রথম জমানো পাঁচ লাখ টাকা খরচ না করে, ফেলে না রেখে জমি কিনলেন। চুপচাপ অপেক্ষা করুন। নিজের কাজ করতে থাকুন। কয়েক বছর পর সুযোগ বুঝে সেই জমি বিক্রি করুন দ্বিগুণ লাভে।
আরও পড়ুনদুবাইয়ের শীর্ষ ধনী নন কোনো তেল ব্যবসায়ী, শেখ বা প্রিন্স, তাহলে কে তিনি০৬ অক্টোবর ২০২৫৩. ‘ভ্যালু’ সৃষ্টি করুনএমন কিছু তৈরি করুন, যা অন্যের চাহিদা পূরণ করতে সক্ষম। এমন দক্ষতা অর্জন করুন, বাজারে যার চাহিদা তুঙ্গে। সেটি সঠিক গ্রাহকের কাছে পৌঁছানো ও বিক্রি করা শিখুন। সেদিন ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে দেখলাম, একজন ষাটোর্ধ্ব ধনী ব্যক্তি মাইক্রোফোন হাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান আর বিভিন্ন তরুণদের জিজ্ঞেস করেন, ‘আপনি জীবনে কী করতে চান?’
তাঁদের কাছ থেকে ১ মিনিটে তিনি আইডিয়া শোনেন। যাঁর আইডিয়া পছন্দ হয়, তাঁকে পরদিন নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে দেখা করতে বলেন। এভাবে তিনি কয়েক শ উদ্যোক্তা তৈরি করেছেন। আর পুরো প্রক্রিয়াটি তিনি ভিডিও করে ইনস্টাগ্রামে আপলোড করেন। এভাবে তিনি অন্যদের নিজেদের প্রতিষ্ঠান তৈরি করতে সাহায্য করছেন আর নিজেও ধনী থেকে আরও ধনী হচ্ছেন।
আরও পড়ুনযে ৫ কৌশল আপনাকে ধনী হতে সাহায্য করবে০৬ ডিসেম্বর ২০২৪৪. ‘লাস্ট বাট নট দ্য লিস্ট’সম্পদ অর্জনই বড় কথা নয়, বরং প্রকৃত ধনীরা নিজেদের সম্পদ উপভোগ করেন। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের একজন, রাজনীতিবিদ, চিত্রশিল্পী, লেখক, বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন, ‘যাঁর ধন আছে সে-ই ধনী নয়, বরং যিনি তা উপভোগ করতে জানেন, তিনিই প্রকৃত ধনী’।
তাই টাকা আয় করা, ‘মাল্টিপ্লাই’ করার সঙ্গে সঙ্গে এক এক করে বাকেট লিস্টে থাকা নিজের স্বপ্ন আর সাধ পূরণ করতে ভুলবেন না। কেননা জীবন একটাই।
সূত্র: মানি ম্যাক্সিমাইজিং অ্যাডভাইজরস
আরও পড়ুনবেতন নয়, আপনাকে ধনী করবে বিশেষ এই পদ্ধতি২৩ সেপ্টেম্বর ২০২৫