পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ৩ লাখ ৩৩ হাজার শেয়ার ক্রয় করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সালভো কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.

সালাম ওবায়দুল করিম। তিনি কোম্পানিটির ৩ লাখ ৩৩ হাজার শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে উল্লিখিত পরিমাণ ক্রয় সম্পন্ন করবেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক।

প্রসঙ্গত, সালভো কেমিক্যাল লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১১ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৩৯টি। সর্বশেষ ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ২৫.১৮ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯.১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬৫.৬৪ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা তথ্যভিত্তিক পৃথক দুটি অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানিয়েছে।

আরো পড়ুন:

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: ফিল্ড মার্শাল মুনির

গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

আইএসপিআর জানায়, ১৫ ও ১৬ নভেম্বর এই অভিযান দুটি চালানো হয়। নিহত সন্ত্রাসীরা ‘ভারতীয় ছায়া বাহিনী’ ফিতনা আল খাওয়ারিজের সদস্য। খবর দ্য ডনের।

পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান (টিটিপি) সন্ত্রাসীদের বোঝাতে ‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে থাকে।

আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখওয়ার ডেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। এখানে খারজি চক্রের নেতা আলম মেহসুদ সহ ১০ সন্ত্রাসী নিহত হয়। অপর অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তান জেলার দত্ত খেল এলাকায়। এখানে আরো পাঁচ সন্ত্রাসী নিহত হন।

বিবৃতিতে আরো বলা হয়, ওই এলাকায় ভারতীয় মদদপুষ্ট আরো কোনো খারজি লুকিয়ে আছেন কি না, তা নিশ্চিত হতে নিবিড় তল্লাশি অভিযান চলছে।

এসব অভিযানে সফলতা পাওয়ায় নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এক বিবৃতিতে তিনি বলেন, “জাতীয় ঐক্যমত্যের সঙ্গে বিদেশি সমর্থিত সন্ত্রাসীদের নির্মূল করার জন্য কাজ অব্যাহত থাকবে।”

তিনি সন্ত্রাসী চক্রের নেতাকে হত্যায় নিরাপত্তা বাহিনীর সফল কৌশলের প্রশংসা করেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আরো বলেন, “সন্ত্রাসবাদের বিষয়ে জাতীয় ঐক্যমত্য থেকে মনোযোগ সরানোর রাজনৈতিক পদক্ষেপ সহ্য করা হবে না।” 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন, “আজম-ই-ইস্তেহকামের দৃষ্টিভঙ্গির অধীনে, নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুর্দান্ত সাফল্য অর্জন করছে। আমরা দেশ থেকে সকল ধরনের সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

এর আগে গত সপ্তাহে আইএসপিআর জানিয়েছিল যে, নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক তিনটি অভিযান চালিয়ে অন্তত ২৪ সন্ত্রাসীকে হত্যা করেছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের নভেম্বরের পর তেহরিক-ই-তালেবান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করে সন্ত্রাসী হামলা বৃদ্ধি করেছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ