দিল্লি বিস্ফোরণের রেশ এখন কাটেনি। তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এর মধ্যেই রাজধানীর একাধিক নিম্ন আদালত এবং জেলা আদালতে বোমাতঙ্ক। এমনকি সাকেত আদালত, পাটিয়ালি আদালতেও বোমাতঙ্কের খবর।

এরপরেই একের পর এক আদালত খালি করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে শুনানি।

আরো পড়ুন:

শেখ হাসিনা ও কামালকে হস্তান্তরে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

বিবিসির বিশ্লেষণ: শেখ হাসিনার ফাঁসির রায় কেন ভারতকে বিব্রত করবে

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের বিশাল টিম। শুরু হয়েছে তল্লাশি। শুধু তাই নয়, দিল্লির দ্বারকা এবং প্রশান্ত বিহার এলাকায় দুটি সিআরপিএফ স্কুলেও বোমাতঙ্ক ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। খালি করে দেওয়া হয়েছে দুটি স্কুলই। সেখানেও তল্লাশি চলছে বলে খবর। যা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে।

এদিকে, এদিনই প্রকাশ্যে এসেছে গত সপ্তাহে লালকেল্লার কাছে আত্মঘাতী বোমা হামলাকারী ডা.

 উমর উন নবীর শেষ ভিডিও। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তার শরীর। সেই উমরকে ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে আত্মঘাতী হামলার ব্যাখ্যা। তিনি ওই ভিডিওতে বোঝাচ্ছেন, আত্মঘাতী বোমা আসলে শহীদ হওয়ার সামিল, সবাই আদতে ভুল বোঝে। তবে এদিন বোমা হামলার হুমকি কোথা থেকে এল, তা স্পষ্ট নয়। খতিয়ে দেখছে পুলিশ।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আচরণবিধি ভাঙায় জরিমানা বাবরের

শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেট তারকা বাবর আজম। গত রোববার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আইসিসি আচরণবিধির লেভেল–১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে বাবরকে দোষী সাব্যস্ত করা হয়েছে—যা ‘আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের যন্ত্রপাতি কিংবা স্থাপনাগুলোর অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত’। এ ছাড়া বাবরের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটিই ছিল তাঁর প্রথম অপরাধ।

তৃতীয় ওয়ানডেতে বাবর শাস্তিযোগ্য অপরাধটি করেন পাকিস্তানের ইনিংসে ২১তম ওভারে। আউট হওয়ার পর ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। পরবর্তী সময়ে বাবর নিজের অপরাধ স্বীকার করেন এবং আইসিসি আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি আলী নকভির প্রস্তাবিত শাস্তিও মেনে নেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আরও পড়ুন৮০৭ দিন পর করা সেঞ্চুরিতে বাবরের যত রেকর্ড আর কীর্তি১৫ নভেম্বর ২০২৫

বাবরের বিরুদ্ধে অভিযোগটি আনেন অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রশিদ রিয়াজ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই ৮৩ ইনিংস ও ৮০৭ দিনের খরা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন বাবর আজম

সম্পর্কিত নিবন্ধ