তাপসের ঘনিষ্ঠ সহচর মনির হোসেন গ্রেপ্তার
Published: 17th, January 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহচর মনির হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে ওয়ারীর লারিমিনি স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মনির নিউমার্কেট থানার চাঁদনী চক বিজনেস ফোরামের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ছাত্র-জনতার আন্দোলন দমাতে অর্থ জোগান দিয়েছিলেন বলে অভিযোগ আছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মনির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নিউমার্কেট থানায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। গত ১৬ জুলাই বিকেলে শত শত শিক্ষার্থী-জনতা ঢাকা কলেজের সামনে অবস্থান নেন। তাদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় ঢাকা কলেজের ছাত্র শামীমসহ বেশ কয়েক ছাত্র-জনতা ও পথচারী গুরুতর আহত হন। এ ঘটনায় ঢাকা কলেজের ছাত্র মুহাম্মদ শামীম ২৪ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।
গাজীপুর প্রতিনিধি জানান, গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডল ওরফে লাদেন মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাজধানীর উত্তরার রূপায়ণ সিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, বেশ ক’দিন ধরেই মামুনকে গ্রেপ্তারের জন্য আমরা তৎপরতা চালিয়ে আসছিলাম। এর মধ্যে খবর আসে, তিনি রূপায়ণ সিটি এলাকার একটি ভবনে আছেন। শুক্রবার বিকেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, উত্তরা পশ্চিম থানায় মামুনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা করে হত্যার অভিযোগের একটি মামলা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গাজীপুরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১২টি হত্যা মামলাসহ দুই ডজন মামলা রয়েছে। ওই সব মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া প্রতিনিধি জানান, আত্মগোপনে থাকা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তফা সরকার নিশাত কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাধারণ সম্পাদক। তার বাড়ি জামালপুর সদরে। নিশাতের বিরুদ্ধে ঢাকার একটি থানায় হত্যা মামলা রয়েছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গ্রেপ্তারের পর নিশাতকে ঢাকায় পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর কল জ র
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।