লিবিয়ায় দালালের নির্যাতনে মৃত্যুর অভিযোগ
Published: 23rd, January 2025 GMT
উন্নত জীবনের আসায় ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন মাদারীপুর সদরের উপজেলার রাকিব মহাজন (২০)। দালালের খপ্পরে তিন বছর লিবিয়ার বন্দি শিবিরে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন তিনি বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। তারা জানান, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মারা গেছেন রাকিব। বুধবার (২২ জানুয়ারি) রাতে তার মৃত্যুর খবর পেয়েছেন তারা।
রাকিব মহাজন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের নাজিম উদ্দিন মহাজনের ছেলে।
রাকিবের পরিবারের অভিযোগ, তিন বছর আগে উন্নত জীবনের আশায় মাদারীপুর সদর উপজেলার মৃত ফটিক মৃধার ছেলে জাহাঙ্গীর মৃধার প্রলোভনে পড়েন রাকিব মহাজন। জাহাঙ্গীর মৃধা তার ভায়রা শরীয়তপুরের পালং থানার ধানুকা ইউনিয়নের ছোট বিনোদপুর গ্রামের সোহাগ মাতুব্বরের মাধ্যমে ২৭ লাখ টাকায় রাকিবকে ইতালিতে পৌঁছে দেওয়ার চুক্তি করেন। সেই মোতাবেক ২৭ লাখ টাকা দিয়ে তিন বছর আগে রাকিব পাড়ি জমান লিবিয়া। সেখানে নেওয়ার পরে বন্দিশিবিরে আটকে রেখে আরো টাকার জন্যে রাকিবের ওপর নির্যাতন চালাতে থাকেন সোহাগ মাতুব্বর। পরে রাকিবের বাবা নাজিম উদ্দিন মহাজন ধারদেনা করে আরো ৫ লাখ টাকা দেন সোহাগকে। তাতেও কাজ হয়নি।
আরো পড়ুন:
লিবিয়ায় ২ ভাইকে জিম্মি, মুক্তিপণ নিতে এসে গ্রেপ্তার ২
নির্যাতন, হত্যার শিকার হচ্ছে লিবিয়ায় বন্দি অভিবাসীরা
তারা আরো জানান, দুই বছর চার মাস পর রাকিবকে ছেড়ে দেন সোহাগ মাতুব্বর। ছেলেকে ইতালিতে পৌঁছে দিতে আরেক দালাল সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাক্ষ্মন্দী গ্রামের মাজেদ খলিফাকে ধরেন রাকিবের পরিবার। তাকেও ৮ মাস আগে ১৫ লাখ টাকা দেওয়া হয়। তিনিও টাকা নিয়ে নির্যাতন করেন রাকিবকে। গুরুতর অসুস্থ রাকিবকে লিবিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই গত মঙ্গলবার রাকিবের মৃত্যু হয়। রাকিবের মৃত্যুর খবর পরিবারকে বুধবার রাতে জানান মাজেদ খলিফা।
রাকিবের বাবা নাজিম উদ্দিন মহাজন বলেন, “দফায় দফায় টাকা দিয়ে আমি সর্বশান্ত হয়ে গেছি। এখন পর্যন্ত সোহাগ আর মাজেদকে ৪৫ লাখ টাকা দিয়েছি। এখন আমার ছেলের মৃত্যুর খবর শুনতে হল। আমার ছেলেরে না খাইয়ে মেরে ফেলছে। কয়েকদিন আগেও আমার ছেলে ভিডিওতে নির্যাতনের কথা বলেছে। বাঁচার জন্যে আকুতি করেছে সে। আমার ছেলেকে বাঁচাতে পারলাম না।”
মারা যাওয়া রাকিবের পরিবার
নিহতের ছোট চাচা শাহজালাল মহাজন বলেন, “নির্যাতন করে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। এখন দালালরা বলে অসুস্থ হয়ে রাকিব মারা গেছে। আমরা এ হত্যার বিচার চাই। এভাবে যেন আর কোনো মায়ের বুক খালি হতে না হয়।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় দালাল জাহাঙ্গীর মৃধা বলেন, “সোহাগ আমার ভায়রা, এ কারণে আমাকে জড়ানো হচ্ছে। কেউ বলতে পারবে না, আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি। ওই ছেলে অসুস্থ হয়ে লিবিয়ায় মারা গেছে। আমার ভায়রা বরং সেখানে ট্রিটমেন্ট করিয়েছে। এর বেশি কিছু জানি না।’
অভিযুক্ত মাজেদ খলিফার বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
মাদারীপুর জেলা পুলিশের তথ্য মতে, গেল বছর লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে জেলার অন্তত শতাধিক মানুষ মারা গেছে। এর মধ্যে প্রায় ৩৫০টি মামলা হয়েছে পাঁচ শতাধিক দালালের বিরুদ্ধে। মামলায় গ্রেপ্তার হওয়া দালালরা আদালত থেকে জামিন পেয়ে পুনরায় দালালিতে যুক্ত হন।
মাদারীপুরের পুলিশ সুপার মো.
ঢাকা/বেলাল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র উপজ ল র র পর ব র
এছাড়াও পড়ুন:
মে দিবসের ঢাকার শ্রমিক সমাবেশ ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশকে সফল করতে ১১নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু'র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।