মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও পতনঊষার ইউনিয়নের সংযোগস্থল কেছুলুটি ও ধূপাটিলা গ্রাম। ওই এলাকার মাঝ দিয়ে পাহাড়ি দেওছড়া (খাল) গিয়ে লাঘাটা নদীতে গিয়ে পড়েছে। প্রতিবছর শীত মৌসুমে দেওছড়া খাল ও সংলগ্ন জলাশয়ে হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটে। নানা কারণে খালটি ক্রমেই সরু ও পানিশূন্য হয়ে পড়ছে। এতে শীত মৌসুমে দেওছড়া খালে আসছে না অতিথি পাখি।
ধূপাটিলা গ্রামের কৃষক শেরওয়ান আলী, সোহেল আহমদ, মুহিবুর রহমানের ভাষ্য, ‘দেওছড়ার ডেফাজান বিলে প্রত্যেক বছর শীতের সময়ে হাজার হাজার বালিহাঁস (অতিথি পাখি) আইতো। ভোরে পাখির কিচিরমিচির ডাকে আমরার ঘুম ভাঙতো। যুগ যুগ ধরিয়া ইখানো বালিহাঁস, বগুলা (বক)সহ নানা জাতের পাখি আইতো। প্রচুর দেশীয় মাছও পাওয়া যাইতো। বর্তমানে লতাপাতা জমিয়া ও ভরাট হইয়া এখন পানি-উ থাকে না। ছড়া ও বিলে এখন আর বালিহাঁসও আয় না’
সরেজমিন দেখা যায়, প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এবং ত্রিশ ফুট প্রস্থের পাহাড়ি দেওছড়া খাল এখন ৮ থেকে ১০ ফুট প্রস্থে পরিণত হয়েছে। এক সময় পাহাড়ি ছড়াটি ৫ থেকে ৭ ফুট পরিমাণ গভীর থাকলেও বর্তমানে ছড়ায় ২ থেকে ৩ ফুট গভীরতা রয়েছে। দেওছড়া খালসংলগ্ন প্রায় একশ একর জমিতে বিল ও জলাশয় রয়েছে। কুলাউড়া উপজেলার চাতলাপুর পাহাড়ি এলাকা থেকে ছড়াটি উৎপত্তি হয়ে লাঘাটা নদীতে পড়েছে। মাছসহ নানা জলজ নানা প্রাণী এবং অতিথি পাখির আবাসস্থল হিসেবে পরিচিত দেওছড়া বিল ও জলাশয়টি এখন অস্তিত্ব সংকটে। প্রায় পুরো জলাশয় ভরাট হয়ে ঝোপজঙ্গল ও লতাপাতায় ভরপুর।
দক্ষিণ ধূপাটিলা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জুবায়েল আহমদ, কেছুলুটি গ্রামের সমাজকর্মী দুরুদ আলী বলেন, দীর্ঘদিন ধরে দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি ও অতিথি পাখির বিচরণস্থল ছিল দেওছড়া খাল ও বিল। ভরাট হওয়ায় পর্যাপ্ত পানির অভাবে এখন পাখি আসে না। এতে চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি বিলীন হচ্ছে মৎস্য সম্পদও। দেওছড়া বিল ও জলাশয় খননে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে এলাকাবাসী।
পরিবেশকর্মী নুরুল মোহাইমিন মিল্টন বলেন, ছড়াটির জলাশয়ে বিপুল পরিমাণে দেশীয় মাছ এবং শীত মৌসুমে অতিথি পাখির অভয়াশ্রম তৈরি হয়। ভরাট হওয়ায় ছড়া ও জলাশয়ে এখন আর মাছ ও পাখি দেখা যাচ্ছে না। পানি না থাকায় চাষাবাদেও সমস্যা হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাংলাদেশে আসতে চায় চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট
চীনা তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সোমবার (২৮ এপ্রিল) রাতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন।
ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে লিখেছেন, “বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। আজ তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্যারের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরও অনেকেই।”
তিনি লিখেন, “আজ আমরা চাইনিজ জায়ান্ট টেনসেন্টের সঙ্গে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি। পাশাপাশি বাংলাদেশে আসছে অসাইরিস (OSIRIS Group)। হাইপার স্কেলার ক্লাউড এবং ডেটা সেন্টার নিয়ে আসছে বাংলাদেশি ডাটা ও ক্লাউড কোম্পানি যাত্রার হাত ধরে (কালিয়াকৈর হাইটেক পার্কে)। এখানে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরড ক্লাউড সেটাপ, যেখানে আসতে পারে মেটা, গুগলের পে-লোড।”
তিনি আরো লিখেছেন, “এমন অভাবনীয় সব উপহার বাংলাদেশকে দিতে চলেছেন ড. মুহাম্মদ ইউনূস।”
ঢাকা/হাসান/রফিক