ক্রিকেট
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ
বাংলাদেশ-ভারত
সুপার সিক্স
সরাসরি, দুপুর ১২টা ৩০ মিনিট;
টফি।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
মুলতান টেস্ট দ্বিতীয় দিন
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ
সরাসরি, সকাল ১১টা ৩০ মিনিট;
টি স্পোর্টস ও পিটিভি।
বিপিএল
বরিশাল-সিলেট
সরাসরি, দুপুর ১টা ৩০ মিনিট;
টি স্পোর্টস ও গাজী টিভি।
রাজশাহী-রংপুর
সরাসরি, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট;
টি স্পোর্টস ও গাজী টিভি।
এসএ টি-টোয়েন্টি
জোবার্গ-ইস্টার্ন কেপ
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস ২।
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহ্যাম-লেস্টার
সরাসরি, রাত ৮টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।
অ্যাস্টন ভিলা-ওয়েস্ট হ্যাম
সরাসরি, রাত ১০টা ৩০মিনিট;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।
ফুলহ্যাম-ম্যান ইউনাইটেড
সরাসরি, রাত ১টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।
টেনিস
অস্ট্রেলিয়ান ওপেনঃ পুরুষ একক ফাইনাল
সিনার-জেরেভ
সরাসরি, দুপুর ২টা ৩০ মিনিট;
সনি টেন ৫।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ত আজক র খ ল ৩০ ম ন ট
এছাড়াও পড়ুন:
ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি
ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক