সান্তোসে নেইমারের নতুন অভিষেক কবে, বেতন হবে কত?
Published: 28th, January 2025 GMT
নেইমার জুনিয়রের সঙ্গে চুক্তি বাতিল করেছে আল হিলাল। দুই পক্ষ সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্তে পৌঁছেছে। আল হিলাল বিবৃতি দিয়ে জানিয়েছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে। ক্লাবটি নেইমারকে ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।
সৌদি লিগ ছেড়ে নেইমার যাচ্ছেন ব্রাজিলের লিগে। খেলবেন শৈশবের ক্লাব সান্তোসে। সংবাদ মাধ্যম আগেই জানিয়েছে, সান্তোসে যোগ দেওয়ার বিষয়ে মৌখিকভাবে সম্মত হয়েছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।
নতুন করে জানা গেছে, নেইমার তার মেডিকেল সম্পন্ন করতে ব্রাজিলে যাচ্ছেন। সান্তোস বৃহস্পতি বা শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন করে ভক্তদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতে পারে। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে, ২ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে দ্বিতীয় অভিষেক হতে পারে তার।
নেইমার আল হিলাল থেকে সান্তোসে যোগ দিতে বিশাল অঙ্কের বেতন ছাড় দিচ্ছেন বলে খবর। আল হিলালে তিনি মৌসুমে ১০০ মিলিয়ন ইউরো বেতন পেতেন। সপ্তাহে তার বেতন ছিল প্রায় ১.
বর্তমান সান্তোসের ফুটবলাররা সপ্তাহে ২৫ হাজার ইউরোর মতো বেতন পান। ওই হিসাবে নেইমার দ্বিগুন বেতন নিচ্ছেন। তারপরও তিনি তার বর্তমান বেতনের প্রায় ৯৬.৬৭ শতাংশ ছাড় দিয়েই সান্তোসে খেলতে সম্মত হয়েছেন। সংবাদ মাধ্যম নিউজ নাইটের মতে, সান্তোসের সঙ্গে দেন-দরবার করে বেতন বাড়ানোর কোন ইচ্ছে নেই নেইমার জুনিয়রের।
গত মৌসুমে অবনমনে চলে যাওয়া সান্তোসের সঙ্গে নেইমার প্রাথমিকভাবে মাত্র ৬ মাসের চুক্তি করছেন। থাকছে এক বছর চুক্তি নবায়নের শর্তও। তবে ৬ মাস পরে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। মেসি-সুয়ারেজের সঙ্গে তার জুটি গড়ার গুঞ্জন আছে। আবার মেসির প্রতিপক্ষও হয়ে যেতে পারেন নেইমার। গুঞ্জন আছে, শিকাগো ফায়ার এফসি তাকে দলে নিতে আগ্রহী।
নেইমার ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান। তার বয়স মাত্র ৩২ বছর। সংবাদ মাধ্যম দাবি করেছে, সান্তোসে খেলে ফর্মে ফিরতে চান নেইমার। মার্চে ফিরতে চান ব্রাজিলের জার্সিতে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের পরে মেজর লিগে খেলবেন নাকি বুট জোড়া তুলে রাখবেন ওই সিদ্ধান্ত আপাতত তোলাই থাকছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আল হ ল ল
এছাড়াও পড়ুন:
কার্টুন, মিমে অভ্যুত্থানের ভিন্ন ধারার দৃশ্যায়ন
টাকার বস্তার ভেতর থেকে মাথা উঁচিয়ে আছেন শুভ্র কেশ, সফেদ দাড়ি, চশমা পরিহিত এক লোক। তাঁর ছবি দেখে তো বটেই, এই বর্ণনা থেকেও তাঁকে চিনবেন দেশবাসী। বর্তমানে কারাগারের বাসিন্দা পতিত স্বৈরশাসকের এই উপদেষ্টা বলছেন, ‘টাকার ওপর আমার বিশ্বাস উঠে গেছে।’ এই ছবির পাশেই এক কাটআউট। সেখানে ‘শেখ হাসিনা পালায় না’ বলতে বলতে দৌড়ে পালাচ্ছেন ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতার মসনদ থেকে উৎপাটিত শেখ হাসিনা।
এমন মজার মজার কার্টুন, মিম, গ্রাফিতি, ভিডিও স্থাপনাকর্মসহ বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে শুরু হয়েছে ‘বিদ্রূপে বিদ্রোহ’ নামের ব্যতিক্রমী এক প্রদর্শনী। আয়োজন করেছে অনলাইনভিত্তিক স্যাটায়ার সাময়িকী ‘ইয়ারকি’। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছয় দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।
গত বছর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল জুলাই। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পথে নেমেছিলেন অগণিত মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে জীবন উৎসর্গ করেছেন তাঁদের অনেকে। আহত হয়েছেন বেশুমার। রক্তরঞ্জিত রাজপথ বেয়ে এসেছে জনতার বিজয়।
প্রদর্শনীতে প্রবেশপথটির দুই পাশে লাল রঙের পটভূমিতে বড় বড় ডিজিটাল পোস্টার। সেখানে ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশনের রিপোর্ট, ছবি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট—এসব তুলে আনা হয়েছে এ পোস্টারগুলোতে। প্রবেশপথটিও লাল রঙের। ‘জুলাই করিডর’ নামে এই রক্তিম পথটি বেয়ে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সময় অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর উত্তাপ ফিরে পাবেন।