স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ইকবাল কবীরের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
Published: 11th, July 2025 GMT
রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল নির্মাণ প্রকল্পে প্রায় ৩ কোটি টাকার বেশি আত্মসাতের চেষ্টা ও অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক মো. ইকবাল কবীরের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধেও মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো.
দুদকের অনুমোদিত মামলার এজাহারে বলা হয়েছে, তৎকালীন প্রকল্প পরিচালক ইকবাল কবীরের প্রত্যক্ষ সহযোগিতায় কোনো অনুমোদন ছাড়াই মৌখিক নির্দেশে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডকে দিয়ে মহাখালীর কোভিড-১৯ হাসপাতালের ষষ্ঠ তলায় কাজ করানো হয়। এরপর প্রতিষ্ঠানটি অস্বাভাবিক ব্যয়ের বিল তৈরি করে, যার পরিমাণ ছিল ৪ কোটি ৩৫ হাজার ৪১৩ টাকা।
নিরপেক্ষ প্রকৌশলী দ্বারা বিল যাচাইয়ের পর প্রকৃত ব্যয় ধরা পড়ে মাত্র ৬৯ লাখ ৭৩ হাজার ৫৫৯ টাকা। অর্থাৎ প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার বেশি অতিরিক্ত দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়। এ কাজের জন্য প্রকল্প পরিচালক ইকবাল কবীরের প্রত্যক্ষ মদদে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. সাইফুর রহমান এ অনিয়মে যুক্ত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
২০২০ সালে করোনা মহামারির সময় নানা অনিয়মের অভিযোগে ইকবাল কবীরকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা শাখার পরিচালক পদ থেকে অপসারণ করা হয়। ওই সময়ে তিনি বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত দুটি প্রকল্পের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র অন ম দ প রকল প পর চ ল
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট