ঢাকা ডকল্যাবের উদ্যোগে হয়ে গেল ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাব পিচিং। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পার্সপেকটিভ ফান্ডের সহায়তায় সফলভাবে শেষ হয়েছে এ আয়োজন।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ডকল্যাবের ট্রাস্টি লুভা নাহিদ চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফরবস, শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মুস্তফা জামান এবং ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি প্রকল্পের অংশগ্রহণকারীরা সফলভাবে তাঁদের গল্পগুলোর সামাজিক সম্ভাবনা, প্রভাব উপস্থাপন করেছেন। ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাব পিচিং ইভেন্টে প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল আন্ডা স্টোরি, পরিচালনা করেছেন শাকাওয়াত হোসেন; এমব্রেসিং ফাদারহুড, পরিচালনা করেছেন পার্থ সেনগুপ্ত; পানকৌড়ি, পরিচালনা করেছেন জাফর মুহাম্মদ; সং অব সানফ্লাওয়ার, পরিচালনা করেছেন আবিদ সরকার এবং দুপ্রোঝিরি, পরিচালনা করেছেন আসমা বীথি। পিচিং সেশনের মূল লক্ষ্য ছিল ডকুমেন্টারি গল্পের মাধ্যমে সামাজিক পরিবর্তনের পথ তৈরি করা।

দৃষ্টিপ্রতিবন্ধী বাউল প্রভাত সরকার গান শোনান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃত্যুতে মামলা

কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ বছর বয়সী একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে। দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দুছড়ি এলাকায় রফিকের ঘোনা গ্রামের আবু তাহেরের বাড়ির পাশে ওই হাতির মৃত্যু হয়। বন বিভাগের অভিযোগ, পরিকল্পিতভাবে সেখানে বিদ্যুতের ফাঁদ পাতানো হয়েছিল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে মৃত হাতির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

বন বিভাগের উখিয়া রেঞ্জের কর্মকর্তা আব্দুল মান্নান বলেছেন, “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে হাতিটির সুরতহাল করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে পাতানো বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক আবু তাহেরসহ দুজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে মৃত হাতিটির সৎকার করা হয়েছে।”

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত নিবন্ধ