হয়ে গেল ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাবের প্রথম পিচিং ইভেন্ট
Published: 11th, February 2025 GMT
ঢাকা ডকল্যাবের উদ্যোগে হয়ে গেল ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাব পিচিং। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পার্সপেকটিভ ফান্ডের সহায়তায় সফলভাবে শেষ হয়েছে এ আয়োজন।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ডকল্যাবের ট্রাস্টি লুভা নাহিদ চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফরবস, শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মুস্তফা জামান এবং ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি প্রকল্পের অংশগ্রহণকারীরা সফলভাবে তাঁদের গল্পগুলোর সামাজিক সম্ভাবনা, প্রভাব উপস্থাপন করেছেন। ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাব পিচিং ইভেন্টে প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল আন্ডা স্টোরি, পরিচালনা করেছেন শাকাওয়াত হোসেন; এমব্রেসিং ফাদারহুড, পরিচালনা করেছেন পার্থ সেনগুপ্ত; পানকৌড়ি, পরিচালনা করেছেন জাফর মুহাম্মদ; সং অব সানফ্লাওয়ার, পরিচালনা করেছেন আবিদ সরকার এবং দুপ্রোঝিরি, পরিচালনা করেছেন আসমা বীথি। পিচিং সেশনের মূল লক্ষ্য ছিল ডকুমেন্টারি গল্পের মাধ্যমে সামাজিক পরিবর্তনের পথ তৈরি করা।
দৃষ্টিপ্রতিবন্ধী বাউল প্রভাত সরকার গান শোনান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
দাঁড়িয়ে ছিলাম, এক অটো এসে ধাক্কা দিয়েছে
আগের পর্বআরও পড়ুনআমি মোটেও তেল দেওয়ার জন্য কথাটা বলি নাই৩১ জুলাই ২০২৫