ভোরেও অঝোর ধারায় পড়ছিল আষাঢ়ের বৃষ্টি। আকাশ ঘন মেঘে ঢাকা। এসব দেখে বৃক্ষপ্রেমীদের মনে শঙ্কা তৈরি হয়েছিল, অনুষ্ঠান হবে তো? অবশেষে প্রকৃতিই সহায় হলো। কালো মেঘ সরে গিয়ে আশার আলো জাগিয়ে তুলল সবার মনে। উদ্ভিদ, প্রকৃতি ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন তরুপল্লবের ৩৮তম গাছ চেনানোর অনুষ্ঠানে আসা প্রকৃতিপ্রেমীরা শুক্রবার জড়ো হয়েছিলেন ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ-উদ্যানে। সবার উদ্দেশ্য একটাই- গাছ ও ফুলের রং-রূপের সঙ্গে একাত্ম হওয়া, গাছ ভালোবাসা।
‘গাছ দেখা গাছ চেনা’র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় অর্ধ শতাধিক উদ্ভিদপ্রেমী। বৃষ্টিস্নাত প্রকৃতির মাধুর্যমণ্ডিত রূপ তারা প্রত্যক্ষ করেন। এ সময় উদ্যানের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে দর্শনার্থীদের কর্পূর, কইনার, বৈলাম, কনকচূড়া, নাগলিঙ্গম, মহুয়া, গুস্তাভিয়া, ছাতিম, বহেড়া, গাব, বিলেতি গাব, পবন ঝাউ, পাইন, চাপালিশ, শ্বেত চন্দন, কফি, কৃষ্ণবট, সাদা করবী, অপরাজিতা, রসুন্দিলতা, লতাচালতা, নাগেশ্বরসহ আরও অনেক উদ্ভিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। গাছের সঠিক পরিচর্যা ও বাগানের প্রতিবেশগত গুরুত্ব নিয়ে কথা বলেন কৃষিবিদ মেহেদি মাসুদ।
তরুপল্লবের সাধারণ সম্পাদক নিসর্গী ও লেখক মোকারম হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, কার্টুনিস্ট ও রম্যলেখক আহসান হাবীব, কথাসাহিত্যিক ও ভ্রমণ–লেখক ফারুক মঈনউদ্দীন, উদ্ভিদবিদ শামসুল হকসহ তরুপল্লবের সদস্যরা। বিশেষজ্ঞরা গল্পকথায় তুলে ধরেন ফুল-পাখিদের কথা। পাশাপাশি তাঁরা প্রকৃতি সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিলেট-১ আসনে আরিফুল হকের নির্বাচনী প্রচার
আরিফুল হক চৌধুরী। সিলেট বিএনপির অন্যতম শীর্ষ নেতা। সিটি করপোরেশনের মেয়র হয়েছেন দুইবার। বর্তমানে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে সব সময় রহস্য রেখে কথা বলতেন আরিফুল হক। তবে গতকাল শুক্রবার তিনি বিষয়টি খোলাসা করেছেন।
নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন আরিফুল হক। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।
নামাজ শেষে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের স্মৃতিচারণ করে আরিফুল হক বলেন, ‘এম সাইফুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত এ মসজিদে নামাজ আদায় করেছেন। মসজিদটির উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।’
আরিফুল হক জুমা শেষে ‘ইজাজত’ নিয়ে প্রচার শুরুর কথা মুসল্লিদের জানান। দল চাইলে তিনি সিলেট-১ আসন থেকে নির্বাচন করবেন বলে মন্তব্য করেন। যদিও বক্তব্যে আরিফুল হক এ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চান বলে জানান।
আরিফুল হক জানান, কোনো কারণে তারেক রহমান এখানে আসতে না চাইলে তিনি নির্বাচন করবেন। পরে সমকালকে সাবেক এ মেয়র বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিলেটের মুরুব্বিয়ানসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে ইজাজত নিয়ে প্রচার শুরু করেছি।’