বন্দরে মদনপুর-মদনগঞ্জ সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে  টানা ৮ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ। তীব্র ভোগান্তি ও প্রাণহানির আশঙ্কায় এ কর্মসূচির ডাক দেয় ছাত্র-জনতা।

তারা জানান, সড়কের বিশাল বিশাল গর্তে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে—উল্টে যাচ্ছে ট্রাক, বাস ও প্রাইভেটকার, অনেক সময় মৃত্যুর ঘটনাও ঘটছে। বারবার অভিযোগ জানালেও প্রশাসন ও সড়ক বিভাগের পক্ষ থেকে মিলছে না কার্যকর কোনো ব্যবস্থা।

ছাত্র-জনতার পক্ষে আন্দোলনকারীরা যে দুই দফা দাবি উত্থাপন করেছে তা হলো- সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ অফিসের পরিচালকের পদত্যাগ ও পুরো সড়ক সংস্কার করে যান চলাচলের জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা।

সকাল ৯টা থেকেই বিক্ষুব্ধ জনতা সড়কের বিভিন্ন অংশে অবস্থান নেন। যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে শত শত যাত্রী আটকা পড়েন এবং ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।

দুপুরের পর বন্দর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও দলে দলে আন্দোলনে অংশ নেয়। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা সড়ক এলাকা। 

স্থানীয় বাসিন্দারা বলেন, গুরুত্বপূর্ণ এই রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। রাস্তার এই ভয়াবহ অবস্থায় প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। দ্রুত সংস্কার না হলে আরও প্রাণহানির শঙ্কা রয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। 

বিকেল ৫টায় রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের পক্ষ থেকে প্রতিনিধি দল এবং বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন।

তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ছাত্র-জনতা আপাতত আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয়। অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে তারা জানিয়েছেন, আগামীকাল শনিবার জেলা প্রশাসক (ডিসি) নারায়ণগঞ্জের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। দাবি পূরণ না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ ত র জনত অবর ধ

এছাড়াও পড়ুন:

সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানান অপকৌশলের আশ্রয় নিচ্ছে।বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কি না তা নিয়েও বড় প্রশ্ন রয়েছে।”

বুধবার (৩০ জুলাই) সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে ‘নারকীয় আশুলিয়া’ শীর্ষক এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র-রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য ওৎ পেতে রয়েছে। সরকারের যেকোনো ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ সংকটে পড়তে পারে। পাশাপাশি ফ্যাসিবাদ এবং উগ্রবাদও মাথাচাড়া দিতে পেরে।”

আরো পড়ুন:

ঠাকুরগাঁওয়ে ২ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

তিনি বলেন, “দেশের জনগণ কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য গত দেড় দশক ধরে আন্দোলন অব্যাহত রাখেনি। কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ হয়নি। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচারকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে।”

বিএনপি নেতা বলেন, “জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের রাজনীতি করতে চায় বিএনপি। নাগরিকের রাজনৈতিক অধিকার প্রয়োগের অন্যতম প্রধান উপায় হলো নির্বাচন। দেশের দায়িত্বশীল দল হিসেবে বিএনপি বারবার সুষ্ঠু ভোটের দাবিকে অগ্রাধিকার দেয়।”

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • যুদ্ধাপরাধী শক্তিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা জুলাই অভ্যুত্থানের সাংঘর্ষিক : কমরেড রতন
  • ফতুল্লায় বৃষ্টি উপেক্ষা করে মাও. জব্বারের ব্যাপক গণসংযোগ
  • ইসির প্রতিটি কাজে জবাবদিহি থাকতে হবে
  • সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত বন্দর গড়তে চাই : সাখাওয়াত
  • জুলাই আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়াবেন না: টুকু
  • সবাই অপেক্ষা করছে একটা নির্বাচনের জন্য
  • সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান
  • বিএনপি নেতাকর্মীদের জনবান্ধব হতে হবে : সাখাওয়াত
  • সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান