গোলের সুযোগ নষ্ট ও মাঠের দুরবস্থায় হতাশ বাটলার
Published: 11th, July 2025 GMT
সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারালেও পুরোপুরি সন্তুষ্ট নন বাংলাদেশ দলের কোচ পিটার জেমস বাটলার। টানা বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়ে বসুন্ধরা কিংস অ্যারেনা। তাই জয় আর সাগরিকার হ্যাটট্রিকে আনন্দ থাকলেও মাঠের কন্ডিশন ও মুনকি-শিখাদের গোল মিস নিয়ে ছিল ইংলিশ কোচের আক্ষেপ।
খেলার শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের মেয়েদের হাতে। সাগরিকার হ্যাটট্রিক, মুনকির জোড়া গোলের সঙ্গে স্কোরশিটে নাম তুলেছেন স্বপ্না রানী, সিনহা শিখা জাহান, রুপা আক্তার ও শান্তি মার্ডি। তবে গোলের উৎসবের মাঝেও মাঠের ভারী অবস্থা ও ফিনিশিংয়ে খামতি নিয়ে ম্যাচশেষে হতাশা প্রকাশ করেন বাটলার।
তিনি বলেন, ‘গতিময় ও আক্রমণাত্মক খেলার জন্য কন্ডিশন আদর্শ ছিল না। আমরা অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। যদিও কিছু খেলোয়াড় ভালো করেছে, যেমন সাগরিকা অসাধারণ ছিল, নবীরনের মানসিকতা ছিল দৃঢ়, শিখাও ভালো করেছে। তবে আরও কার্যকর ফিনিশিং আশা করেছিলাম।’
মাঠ প্রসঙ্গে বাটলার বলেন, ‘মাঠ খুব ভারী ছিল, যা আমাদের খেলায় প্রভাব ফেলেছে। এটা অবশ্য কারও দোষ নয়, কয়েকদিনের টানা বৃষ্টির ফল। এরপরও ৯ গোল করেছি, এটা বড় প্রাপ্তি। শেষ দিকে একটি গোল হজম করে কিছুটা হতাশা আছে, তবে বড় স্বস্তি হচ্ছে আমরা কেউ চোট পাইনি।’
শ্রীলঙ্কার কোচ সিরান্থা কে কালহাথও মাঠের কন্ডিশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার দল বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের প্রশংসা করতে ভুল করেননি, ‘বাংলাদেশ দুর্দান্ত দল, দীর্ঘ প্রস্তুতির ফলই তারা দেখিয়েছে। আমার দলে বেশিরভাগ খেলোয়াড়ই নতুন, তাদের জন্য এটা বড় অভিজ্ঞতা। তবে আমি এমন মাঠের পরিস্থিতি আশা করিনি। আমাদের কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছে, যেটা হতাশাজনক।’
আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী দল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে তারা নির্বাচন করবেন। গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মহাসচিব ও দলের বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ঘোষণা করেন।
সম্ভাব্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে জেলার সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহসভাপতি মাওলানা আবদুল কাদির।
সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। মৌলভীবাজার-১ আসনে কাতার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।
হবিগঞ্জ-১ আসনে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে জেলা আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।