কেমন হলো পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি
Published: 17th, February 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পুরোপুরি প্রস্তুত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে আসর শুরু করবে মোহাম্মদ রিজওয়ানের দল।
ওই ম্যাচের আগে পাকিস্তান জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করেছে পিসিবি। পাকিস্তানের নতুন জার্সি পরে পোজ দিয়েছেন জাতীয় দলে খেলা সাবেক দুই অধিনায়ক বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। তারা দলগত ছবিও তুলেছে।
পাকিস্তান জাতীয় দলকে মেন ইন গ্রিন বলা হয়। তারা সবুজ জার্সি পরে বলেই এমনটা নাম তাদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান বেছে নিয়েছে গাড়ো সবুজ জার্সি। পূর্বে পাকিস্তান এমনই জার্সি পরে খেলত।
পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলেও ছয় দলকে নিজ দেশে স্বাগত জানাবে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তান গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী নারীর মৃত্যু
রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম বেলী বেগম (৭০)। তিনি পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। পাশাপাশি পানি বিক্রি করতেন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি অংশে মোটরসাইকেলের ধাক্কায় বেলী বেগম গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় মোটরসাইকেলের চালক মো. ফয়সাল (১৮) আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।