লংমার্চ ঘোষণা করে সাড়ে পাঁচ ঘণ্টা পর শাহবাগ মোড় ছাড়লেন অবরোধকারীরা
Published: 17th, February 2025 GMT
লংমার্চ ঘোষণার মধ্য দিয়ে সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় ছেড়েছে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাঁদের স্বজনদের একটি অংশ। শহীদ পরিবারের স্বজনেরা তিন দফা দাবিতে আজ সোমবার বেলা দেড়টার দিকে সড়ক অবরোধ করেন। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার অবরোধের ফলে আশপাশের এলাকার সড়কেও তীব্র যানজট তৈরি হয়।
গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবার ব্যানারে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁদের দাবিগুলো হলো বৈষম্য নিরসনে আহতদের তিনটি ক্যাটাগরি বাদ দিয়ে দুটি ক্যাটাগরি করা, প্রান্তিক এলাকায় আহতদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করা এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাঁদের সুরক্ষায় আইন করা।
এসব দাবি আদায়ে ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় শাহবাগ মোড় থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা। আন্দোলনকারীদের একজন মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবর ধ
এছাড়াও পড়ুন:
সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শংকর/রাজীব