ইনজুরির কারণে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। বর্তমানে তিনি পরিবারের সাথে আছেন এবং ইনজুরি থেকে সেরে উঠছেন। শিগগিরই ফিটনেস ট্রেনিং শুরু করবেন।

এমন সময় আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২৫) অজি অধিনায়ক জানিয়েছেন, তিনি আইপিএল দিয়ে মাঠে ফিরবেন। আইপিএল শেষ করে খেলবেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। এ বিষয়ে কামিন্স বলেছেন, ‘‘দারুণ একটা মাস কাটতেছে। পরিবারকে পুরোপুরি সময় দিচ্ছি। যেখানে অনুশীলন কিংবা আসন্ন কোনো সফরের তাড়া নেই। এভাবে পরিবারের সঙ্গে সময় কাটানোটা আসলেই বিশেষ কিছু।  আগামী সপ্তাহ থেকে বোলিং শুরু করব। ফিটনেস ট্রেনিং শুরু করব। আইপিএলের জন্য প্রস্তুত হব।’’

কামিন্সকে অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলে রাখা হয়েছিল। কিন্তু ভারতের বিপক্ষের বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দিকে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। যে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া। জানুয়ারিতে শেষ পর্যন্ত প্রাথমিক দল থেকে কামিন্সকে বাদ দিতে হয় ইনজুরির কারণে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারলেও কামিন্স আইপিএলে শক্তিশালী হয়ে ফিরতে চান। তার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অবদান রাখতে চান। যারা তাকে দলে নিয়েছে ১৮ কোটি রূপিতে।

আরো পড়ুন:

রিকেলটনের সেঞ্চুরি আর তিন ফিফটিতে দ.

আফ্রিকার বড় সংগ্রহ

আইসিসির মঞ্চে অভিষেক সেঞ্চুরিতে ভাস্বর রিকেলটন

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইনজ র

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ