ডেঙ্গুতে গত এক দিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩৭ রোগী। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৩১ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫৪ রোগী। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। গতকাল পর্যন্ত এই বিভাগে ৫ হাজার ৮৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৪ জনের।  
গত এক দিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৭৬ জন, ঢাকার বাইরে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০১, চট্টগ্রাম বিভাগে ৫৮, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ৪১, খুলনা বিভাগে ২৮, রাজশাহী বিভাগে ২৭, ময়মনসিংহ বিভাগে ৫ ও সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি। 

মাসভিত্তিক হিসেবে জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ১৬১ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০ জনের। ফেব্রুয়ারিতে আক্রান্ত হন ৩৭৪ ও মৃত্যু ৩ জনের। মার্চে ৩৩৬ জন আক্রান্ত হলেও কেউ মারা যাননি। এপ্রিলে আক্রান্ত হন ৭০১ জন; মারা যান ৭ জন। মে মাসে আক্রান্ত ১ হাজার ৭৭৩ জনের বিপরীতে মৃত্যু হয় ৩ জনের। জুন মাসে আক্রান্ত ৫ হাজার ৯৫১ জন; মৃত্যু হয় ১৯ জনের। চলতি মাসে এখন পর্যন্ত ৩ হাজার ৬৩৫ জন আক্রান্ত; মারা গেছেন ১২ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০০০ সালের পর থেকে চলতি বছর পর্যন্ত ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হয় ছ ন

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ