যানজটে জামায়াত আমিরের গাড়িবহর, নিয়ন্ত্রণে গিয়ে বাসচাপায় কর্মীর মৃত্যু
Published: 22nd, February 2025 GMT
কুমিল্লার লালমাই উপজেলায় যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে দ্রুতগতির বাসের চাপায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী জসিম উদ্দীনের (৫২) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শনিবার (২২ ফ্রেরুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার ওসি মো.
মারা যাওয়া জসিম উদ্দীন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া এলাকার প্রয়াত আলী আশ্রাফ মোল্লার ছেলে।
আরো পড়ুন:
সিরাজগঞ্জে অটোভ্যানে বাসের ধাক্কা, নিহত ২
মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী-শিশু সন্তান আহত
জামায়াতে ইসলামীর নেতারা জানান, দলের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান সাংগঠনিক সফরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। সন্ধ্যার পর লালমাইয়ের উত্তর বাজার এলাকায় তার বহরের চারটি গাড়ি যানজটে আটকা পড়ে। পথসভাস্থলে পৌঁছার কিছুক্ষণ আগে তার গাড়িবহর যানজটে আটকা পড়ে। তখন জসিম উদ্দীনসহ দলের ১৫ থেকে ২০ জন কর্মী যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন শুরু করেন। আমিরকে নিয়ে বাকিরা পথসভায় চলে যাওয়ার পর জামায়াতের কর্মী জসিম উদ্দীন বাসচাপায় মারা যান।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক আবু তালেব বলেন, “তিশা পরিবহনের ঢাকামুখী একটি বাস জসিম উদ্দীনকে চাপা দেয়।”
নিহতের ভাই মোহাম্মদ ইব্রাহীম বলেন, “দুর্ঘটনার পর জসিম উদ্দীনকে কুমিল্লা সদর দক্ষিণের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।”
লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন বলেন, “আমাদের দল জসিম উদ্দীনের পরিবারের পাশে থাকবে। জসিমের তিন ছেলের মধ্যে একজন এখনো শিশু। তাই দল থেকে এ পরিবারকে সহায়তা দেওয়া হবে।”
লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, “বাগমারা উত্তর বাজারে বাসচাপায় জসিম উদ্দীন নামের একজন ব্যক্তি মারা গেছেন। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। পরিবার মামলা করবে না বলে জানিয়েছেন।”
ঢাকা/রুবেল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন পর ব র য নজট উপজ ল
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫