‘জানি না ওর কাছে ইংলিশ পাসপোর্ট আছে কিনা (হাসি)। তবে সে কোথাও যাচ্ছে না।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের ৩৫১ রান ১৫ বল থাকতে ৫ উইকেটে তাড়া করে সম্প্রচার মাধ্যমকে এমনটাই বলেছেন—অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।
ক্রিকেট নিয়ে টুকটাক খোঁজ-খবর রাখলে আঁচ করা সহজ যে, জসুয়া ইংলিশকে নিয়ে স্মিথ কথাটা বলেছেন। কারণ এই ইংলিশের জন্ম ইংল্যান্ডের লর্ডসে। ১৪ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়া পাড়ি জমান। তিনিই ৮৬ বলে ১২০ রানের হার না মানা ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন।
তার সঙ্গে ভালো খেলেছেন ম্যাথু শট, অ্যালেক্স কেরি ও গ্লেন ম্যাক্সওয়েল। অর্ধেক শক্তির অস্ট্রেলিয়া যে কতটা ভয়ংকর তা দেখিয়ে দিয়েছেন। কারণ প্যাট কামিন্স, মিশেল স্টার্ক ও জস হ্যাজলউড না থাকায় অজিরা একেবারেই নতুন এক বোলিং আক্রমণ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেছে।
লাহোরে দু’দলের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করে ওপেনার বেন ডাকেটের ব্যাটে বড় রান তোলে ইংল্যান্ড। ডাকেট ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংস খেলেন। ১৭ চার ও তিনটি ছক্কা মারেন। এছাড়া জো রুট ৭৮ বলে ৬৮ রান করেন। বাটলার ২৩ ও আর্চার ২১ রান করেন।
জবা দিতে নেমে ২৭ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ম্যাথু শট ও লাবুশানে ৯৫ রানের জুটি গড়েন। শট ফিরে যান ৬৬ বলে ৬৩ রান করে। তার আগে লাবুশানে ৪৭ রান করে ফিরলে ম্যাচে ফেরে ইংলিশরা।
কিন্তু ইংলিশ ও অ্যালেক্স কেরি ম্যাচ বের করে নেন। তারা ১৪৬ রানের জুটি গড়েন। কেরি ৬৩ বলে ৬৯ রান করেন। ইংলিশের ১২০ রানের সঙ্গে ১৫ বলে ৩২ রান করে ম্যাচ জেতান ম্যাক্সওয়েল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ন কর
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস
জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস
ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১
কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২