Samakal:
2025-05-01@11:45:24 GMT

ঘরের ছেলে ইংলিশে বধ ইংলিশরা

Published: 22nd, February 2025 GMT

ঘরের ছেলে ইংলিশে বধ ইংলিশরা

‘জানি না ওর কাছে ইংলিশ পাসপোর্ট আছে কিনা (হাসি)। তবে সে কোথাও যাচ্ছে না।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের ৩৫১ রান ১৫ বল থাকতে ৫ উইকেটে তাড়া করে সম্প্রচার মাধ্যমকে এমনটাই বলেছেন—অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।

ক্রিকেট নিয়ে টুকটাক খোঁজ-খবর রাখলে আঁচ করা সহজ যে, জসুয়া ইংলিশকে নিয়ে স্মিথ কথাটা বলেছেন। কারণ এই ইংলিশের জন্ম ইংল্যান্ডের লর্ডসে। ১৪ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়া পাড়ি জমান। তিনিই ৮৬ বলে ১২০ রানের হার না মানা ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন।

তার সঙ্গে ভালো খেলেছেন ম্যাথু শট, অ্যালেক্স কেরি ও গ্লেন ম্যাক্সওয়েল। অর্ধেক শক্তির অস্ট্রেলিয়া যে কতটা ভয়ংকর তা দেখিয়ে দিয়েছেন। কারণ প্যাট কামিন্স, মিশেল স্টার্ক ও জস হ্যাজলউড না থাকায় অজিরা একেবারেই নতুন এক বোলিং আক্রমণ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেছে। 

লাহোরে দু’দলের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করে ওপেনার বেন ডাকেটের ব্যাটে বড় রান তোলে ইংল্যান্ড। ডাকেট ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংস খেলেন। ১৭ চার ও তিনটি ছক্কা মারেন। এছাড়া জো রুট ৭৮ বলে ৬৮ রান করেন। বাটলার ২৩ ও আর্চার ২১ রান করেন।

জবা দিতে নেমে ২৭ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ম্যাথু শট ও লাবুশানে ৯৫ রানের জুটি গড়েন। শট ফিরে যান ৬৬ বলে ৬৩ রান করে। তার আগে লাবুশানে ৪৭ রান করে ফিরলে ম্যাচে ফেরে ইংলিশরা।

কিন্তু ইংলিশ ও অ্যালেক্স কেরি ম্যাচ বের করে নেন। তারা ১৪৬ রানের জুটি গড়েন। কেরি ৬৩ বলে ৬৯ রান করেন। ইংলিশের ১২০ রানের সঙ্গে ১৫ বলে ৩২ রান করে ম্যাচ জেতান ম্যাক্সওয়েল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর

এছাড়াও পড়ুন:

নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু, চাঁদপুরের মাছঘাটে কর্মব্যস্ততা

চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার নদীর অভয়াশ্রমে দুই মাস পর ইলিশসহ অন্যান্য মাছ ধরা শুরু হয়েছে। সরকারি পর্যায়ের আদেশে জাটকা রক্ষা ও অন্যান্য মাছ বৃদ্ধিতে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৬০ দিন শিকার বন্ধের পর বুধবার মধ্যরাত থেকেই জেলেরা নদীতে শিকারে নেমেছে। কর্মব্যস্ততা ফিরেছে চাঁদপুরের মাছঘাটে। তবে প্রথম দিনে আশানুরূপ ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা।

মাছ আহরণ কম হওয়ায় প্রথম দিনে আড়তে তেমন ব্যস্ততা চোখে পড়েনি। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১০ মণ ইলিশও আসেনি মাছের বড় ঘাট বড় স্টেশনে। তাছাড়া বরিশাল, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, সন্দ্বীপসহ দক্ষিণাঞ্চলের ইলিশ আজ দুপুর পর্যন্ত পৌঁছেনি চাঁদপুর মাছ ঘাটে। নদী তীরে দক্ষিণাঞ্চল থেকে ইলিশের কার্গো ও নৌকাও আসেনি। ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম অনেক বেশি বলে জানিয়েছেন আড়তদাররা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন পর বেচাকেনা কিছুটা শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে।

পুরান বাজারের হরিসভা অঞ্চলের জেলে বাবুল, সেলিম, মনির হোসেন বলেন, ভোরে মাছ ধরতে নেমেছি। নদীতে তেমন মাছ নাই। ইলিশ না পেলেও পোয়া, পাঙাশ, চিংড়িসহ বিভিন্ন দেশীয় মাছ পাওয়া যাচ্ছে। মাছ বিক্রির জন্য বড়স্টেশন মাছঘাটে এসেছি। তবে এই মাছে তেলের টাকাও উঠছে না।

ব্যবসায়ীরা জানান, আজকের আড়তে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজারে। এক কেজির কম ওজনের ২ হাজার ৫০০ টাকায়। সরবরাহ না বাড়লে দাম কমার সম্ভাবনা নেই বলে জানান তারা।

এদিকে শহরের সবচেয়ে বড় বাজার পালবাজার ঘুরে দেখা গেছে, সেখানের খুচরা ব্যবসায়ীরা আড়ত থেকে ইলিশই আনেননি। ‘কারণ’ হিসাবে কিরন নামে একজন ব্যবসায়ী বললেন, ‘তিন হাজার টাকার কেজিতে ইলিশ কে কিনবো বলেন? কয়জনে কিনবো? আমরা বেঁচমো কতো?’ 
 
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, এখন নদীতে পানি কম। স্রোত ও বৃষ্টিও কম। ফলে এ সময়ে ইলিশ কম পাওয়া যায়।

চাঁদপুরের ইলিশ ক্রেতা মোহন মাছঘাটে এসেছেন ইলিশ কিনতে। দাম শুনেই ফিরে গেলেন। তিনি সমকালকে বললেন, ‘আমাদের চাঁদপুরের মানুষের ইলিশ খাওয়া বড় কঠিন হয়ে পড়ছে। আজকেও যেমন আবার ভরা মৌসুমেও দেখবো দাম আর কমবে না!’

সম্পর্কিত নিবন্ধ