একশ’র পরই ৪ উইকেট হারাল বাংলাদেশ
Published: 24th, February 2025 GMT
ভালো শুরু করেও বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনার তানজিদ তামিম। কিউই স্পিনার ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। ওই ব্রেসওয়েলের বলে ফিরেছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। তার আগে সাজঘরে ফেরেন মেহেদী মিরাজ।
বাংলাদেশ ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৭ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার নাজমুল শান্ত ৫০ রান করেছেন। তার সঙ্গী মাহমুদউল্লাহ।
ধুঁকে ধুঁকে আউট হৃদয়, ব্যর্থ মুশফিক: ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহীদ হৃদয় নিউজিল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। ২৪ বল খেলে ৭ রান করে ফিরেছেন তিনি। দলের রান তখন ৯৭। পরেই আউট হন মুশফিক (২)।
তানজিদ-মিরাজ ব্যর্থ: বাঁ-হাতি ওপেনার তানজিদ তামিম দারুণ শুরু করেও ২৪ বলে ২৪ রান করে ফিরে যান। তিনি দুটি ছয় ও একটি চার মারেন। মিরাজ ১৩ রান করে ফিরেছেন। এক ছক্কা ও এক চার মারা ব্যাটারকে নির্ভারই মনে হচ্ছিল।
একাদশে দুই পরিবর্তন: বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। সৌম্য সরকারের জায়গায় দলে ঢুকেছেন মাহমুদউল্লাহ। পেসার তানজিম হাসানের বদলে ঢুকেছেন নাহিদ রানা। নিউজিল্যান্ড দলেও দুটি পরিবর্তন এসেছে। নাথান স্মিথের জায়গায় এসেছেন কাইল জেমিসন। অসুস্থ ড্যারেল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ন কর
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।