সাংবাদিক সাজু হোসেন গুরুতর অসুস্থ্য, দোয়া কামনা
Published: 24th, February 2025 GMT
গত ১৫ ফেব্রয়ারী ব্রেনষ্ট্রোকে আক্রান্ত হয়ে দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাজু হোসেন ঢাকার নিঊরো সাইন্স হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে জানতে পারে তিনি কোন প্রকারের ব্রেনষ্ট্রোকে আক্রান্ত হয়নি।
পরবর্তীতে নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের অধ্যাপক জাহেদ আলীর স্বরনাপপ্ন্ন হলে তার ব্রেনের এম, আর, আই করালে মারাত্নক ব্রেনষ্ট্রোক ধরা পরলে বর্তমানে সাজু হোসেন চিকিৎসকের পরামর্শে ফিজিও থেরাপী চিকিৎসা চলমান রেখেছেন। বর্তমানে সে তার নিজ বাড়িতে আবস্থান করছেন।
জানা গেছে তিনি গত ১৪ ফ্রেবয়ারী রাতে ঘুমিয়ে পরদিন সকালে ঊঠে তার ডান হাত ও ডান পায়ে কোন ধরনের শক্তি পায়না। এরপর দিন সে রাজধানী ঢাকার নিঊরো সাইন্স হাসপাতালে গিয়ে চিকিৎসার পর জানতে পারে সে মারাত্নক ব্রেনষ্ট্রোকে আকান্ত।
সাংবাদিক সাজু হোসেন বর্তমানে দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দেনিক আজকের নীর বাংলা পত্রিকার ষ্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছে। সে তার এক স্ত্রী ও মাকে নিয়ে পশ্চিম দেওভোগ বাংলাবাজার ব্যাংক কলোনী এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। তার সুস্থ্যতায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণ ২০২৪-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার,(অঃদাঃ) নারায়ণগঞ্জের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. আলমগীর হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াবিদ ও স্কুলের শিক্ষকবৃন্দরা।
সভাপতি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন। এসময় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৮০ জন ফুটবল খেলোয়াড়দের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী জানান, বাছাইকৃত ৩০ জন খেলোয়াড়কে ১১ দিন ব্যাপী চলমান ২১ টি সেশনে প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং সবার সফলতা কামনা করেন।