মীমাংসায় রাজি নয়, গ্রামছাড়া ৯ পরিবার
Published: 25th, February 2025 GMT
নাটোরের সিংড়ার চলনবিলে হত্যা মামলা করে বিপদে পড়েছেন বাদী ও সাক্ষীরা। মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে তাদের। রাজি না হওয়ায় তাদের ১২০ বিঘা জমিতে ফসল আবাদ করতে দেওয়া হচ্ছে না। এখানেই ক্ষ্যান্ত হয়নি আসামিরা। তারা বাদীসহ ৯ কৃষক পরিবারকে গ্রাম ছাড়তে বাধ্য করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও প্রতিকার মিলছে না।
অভিযোগ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিংড়া পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম শফিক এবং সাবেক সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। নাটোর শহর কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল প্রামাণিক, তাঁর ভাই সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহদপ্তর সম্পাদক রেজাউল করিম ও সেন্টু মোল্লা সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের সমর্থক। ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের রহিদুল ইসলামের ছেলে রেজাউল সরদার পলকের সমর্থক। ২০১৬ সালের ১৩ জুন পলকের সমর্থক রেজাউলকে লোহার ফালা ও শাবল দিয়ে কুপিয়ে হত্যা করে সাইফুল প্রামাণিক ও তার লোজন। এই ঘটনায় নিহত কৃষকের বাবা রহিদুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নামে থানায় হত্যা মামলা করেন। মামলা চলমান অবস্থায় রহিদুল ইসলামের মৃত্যু হলে বাদী নিযুক্ত হন তাঁর স্ত্রী হামিদা বেগম। সামনেই মামলার রায় হওয়ার কথা।
পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর পলকের সমর্থকরা এলাকা থেকে পালিয়ে যায়। এ সুযোগে সাইফুল প্রামাণিকের লোকজন মামলার বাদী হামিদা বেগম ও তাঁর পক্ষের লোকজন মামলা তুলে নিতে চাপ দেয়। এ জন্য তারা ৯ লাখ টাকা দেবে বলেও জানায় বাদীকে। এ প্রস্তাবে রাজি না হলে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। মামলা প্রত্যাহার না করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গ্রামছাড়া করে বাদী-সাক্ষীসহ ৯ পরিবারকে। তাদের বোরো আবাদের জন্য প্রস্তুত ১২০ বিঘা জমিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। সেচ মোটর ও ইট নষ্ট করে দেওয়া হয়।
মামলার বাদী হামিদা বেগম বলেন, আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ২০২২ সালে প্রকাশ্য দিবালোকে আমাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে ২০ জন আহত হয়। এখন মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। হামলা করে ভয়ভীতি দেখিয়ে গ্রাম ছাড়তে বাধ্য করেছে। নিজেদের জমিতে চাষাবাদ করতে পারছি না। সব কিছু হারিয়ে আমরা অসহায়। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না।
ভুক্তভোগী কৃষক বিপ্লব সরদার জানান, তাদের ছয় পরিবারের ৬০ বিঘা জমিতে সেচ দিয়ে হালচাষ করা হয়েছিল। সেখানে ধান রোপণ করতে দেওয়া হয়নি। মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। সেই সঙ্গে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একইভাবে হুমকি দেওয়া হচ্ছে কৃষক শাহীন সারোয়ার ও দেলোয়ার হোসেনকে। তাদেরও ৪০ বিঘা জমি পতিত পড়ে আছে। চাষাবাদ করতে না পারলে পরিবার নিয়ে তারাও বিপাকে পড়বেন।
ভুক্তভোগী মর্জিনা বেগম ও খুকি মনি বলেন, আগস্টে আওয়ামী সরকারের পতন হলেও বেড়াবাড়ি গ্রামের কৃষকরা এখনও তাদের পোষা সন্ত্রাসীদের হাতে জিম্মি। তারা এই জিম্মিদশা থেকে মুক্তি চান।
কৃষক লীগ নেতা সাইফুল ইসলাম বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন। মামলা নিয়ে বিরোধ থাকলেও কাউকে চাষাবাদে বাধা দেওয়া হয়নি। হত্যা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। মামলার বিরোধকে পুঁজি করে অন্য কোনো পক্ষ তাদের চাষাবাদে বাধা দিয়ে থাকতে পারে।
আরেক আসামি সেন্টু মোল্লা বলেন, অভিযোগকারীরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। আওয়ামী সরকারের পতনের পর তারা গ্রাম ছেড়ে চলে গেছে। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
এ বিষয়ে গ্রাম্য প্রধান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, দু’পক্ষই আওয়ামী লীগ। এক পক্ষ সাবেক প্রতিমন্ত্রী পলক সমর্থিত, অন্যপক্ষ শফিকুল ইসলাম সমর্থিত। আসামিরা পলাতক থাকা অবস্থায় তাদের বাড়িতে লুটপাট চালায় বাদীপক্ষ। উভয় পক্ষকে নিয়ে একাধিকবার বসা হলেও আপস করা সম্ভব হয়নি। পলক গ্রেপ্তার হয়ে জেলহাজতে গেলে তার সমর্থকরা এখন গ্রামছাড়া। কে ভালো, কে মন্দ ব্যাখ্যা দেওয়া কঠিন।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, কৃষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ বলেন, ইউএনওর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে ১২০ বিঘা
জমি পতিত থাকার সত্যতা মিলেছে। এতে
আড়াই হাজার মণ ধান কম উৎপাদন হবে, যার বাজারমূল্য ৩৫ লাখ টাকা। একটি হত্যা মামলার রায়কে কেন্দ্র করে এত বড় ক্ষতি কাম্য নয়। বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: কর মকর ত ল ইসল ম পর ব র আওয় ম সমর থ
এছাড়াও পড়ুন:
বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড
কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।
ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’
সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।
সূত্র: ইনসাইড ইভিস