রাজধানীতে যাত্রা শুরু করল পাঁচ তারকা মানের হল আইসিসিএল
Published: 26th, February 2025 GMT
বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মানের হল আইসিসিএলের (International Convention Centre Limited) নতুন ভ্যানুর উদ্বোধন হয়েছে। রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড়ে অবস্থিত সুবিশাল এশিয়া সিনেমা হলটিকে একটি ত্রিতল ভবনে রূপান্তর করে স্টেট অফ দা আর্ট যন্ত্রপাতি ও সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে এই হলটি।
আইসিসিএল-এর নির্বাহী পরিচালক প্রদীপ সান্যাল বলেন, একটি স্বনামধন্য গ্রুপ অব কোম্পানিজের আন্তরিক উদ্যোগে দীর্ঘ প্রায় ২ বছর প্রয়োজনীয় বিনির্মাণ কাজ সম্পন্ন করে ৫ তারকা মানের আসবাব, লিলেন, সাউন্ড, লাইট, কিচেন, লন্ড্রি, বেকারি বিদেশ হতে আমদানি করে বিদেশি দক্ষ জনবল দিয়ে সম্পন্ন করে প্রায় ২০ হাজার বর্গফুটের মিলনস্থলটি ঢাকার অভিজাত পরিবারসমূহ এবং কর্পোরেট ইভেন্টের জন্য অপরূপ সাজে সেজেছে।
উদ্যোক্তা গ্রুপের সিওও শামীম বিল্লাহ দাবি করে বলেন, আইসিসিএল একটি ইউনিক ভ্যানু যাহা গতানুগতিক কনভেনশন হল থেকে স্বকীয়। আইসিসিএল-এর কিচেনটি দেশের অভ্যন্তরে একমাত্র স্টেট অফ দ্য আর্ট যন্ত্রপাতি সুসজ্জিত, এমনকি ডিস ওয়াশ মাংস কাটা সকল যন্ত্রপাতি অটোমেশন করা। ফলে একটি শতভাগ কমপ্লায়েন্স অনুসরণ করে হাইজেনিক ও নিরাপদ কিচেন প্রতিষ্ঠানটির অহংকার বটে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ আইসিসিএল-এর সেটআপ পরিদর্শন করে তাহাদের সন্তোষজনক অনুভূতি প্রকাশ করে বলেন, ঢাকার ভালো বিবাহের হলগুলো সবই গুলশান, বনশ্রী, ৩০০ ফিটে অবস্থিত। পশ্চিম ঢাকা অর্থাৎ মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডির অভিজাত পরিবার সমূহের আইসিসিএল হতে যাচ্ছে প্রথম পছন্দ। অতিথিগণ বিপুল অর্থ বিনিয়োগ করে আইসিসিএল প্রতিষ্ঠান করায় উদ্যোক্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সাফল্য কামনা করেন।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫