টিয়ার গ্যাসের রাসায়নিক নাম, কৃষিভিত্তিক ইপিজেড কোনটি, প্রথম এআই হাসপাতাল কোনটি, জানুন
Published: 27th, February 2025 GMT
১. দক্ষিণ এশিয়ার কোন দুটি দেশের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলে হিন্দুকুশ পর্বতমালা অবস্থিত?
ক. নেপাল ও পাকিস্তান
খ. আফগানিস্তান ও পাকিস্তান
গ. ভারত ও নেপাল
ঘ. ভারত ও পাকিস্তান
উত্তর: খ. আফগানিস্তান ও পাকিস্তান
২. সর্বপ্রথম ‘কার্বন ট্যাক্স’ চালু করে—
ক. নিউজিল্যান্ড
খ. ভুটান
গ. ফিনল্যান্ড
ঘ. নেদারল্যান্ডস
উত্তর: গ. ফিনল্যান্ড
আরও পড়ুনবুয়েটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ১০ ঘণ্টা আগে৩.
‘রেডিও বেগম’ কোন দেশের নারীদের রেডিও স্টেশন?
ক. ভারত
খ. পাকিস্তান
গ. আফগানিস্তান
ঘ. ইরান
উত্তর: গ. আফগানিস্তান
৪. ওরাল স্যালাইন আবিষ্কারে যুক্ত বাংলাদেশি বিজ্ঞানী—
ক. ডা. কৃষ্ণরঞ্জন সাহা
খ. ডা. হামিদুর রহমান
গ. ডা. তৌফিক হাসান
ঘ. ডা. রফিকুল ইসলাম
উত্তর: ঘ. ডা. রফিকুল ইসলাম
৫. ভারতীয় উপমহাদেশের প্রথম ওষুধ কোম্পানি ‘বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড’–এর প্রতিষ্ঠাতা—
ক. আচার্য প্রফুল্লচন্দ্র রায়
খ. ডা. বিধান চন্দ্র রায়
গ. স্যার জগদীশচন্দ্র বসু
ঘ. খগেন্দ্র চন্দ্র দাস
উত্তর: ক. আচার্য প্রফুল্লচন্দ্র রায়
৬. গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে স্বাধীনতার সূচকে বাংলাদেশের স্কোর ১০০–এর মধ্যে—
ক. ৩০
খ. ৪৫
গ. ৫৫
ঘ. ৬০
উত্তর: খ. ৪৫
৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পরিবর্তিত নাম—
ক. বাংলাদেশ জাতীয় টানেল
খ. চট্টগ্রাম টানেল
গ. কর্ণফুলী টানেল
ঘ. পতেঙ্গা টানেল
উত্তর: গ. কর্ণফুলী টানেল
৮. মঙ্গল গ্রহের লাল রঙের জন্য দায়ী কোন আয়রন অক্সাইড?
ক. হেমাটাইট
খ. পাইরোটাইট
গ. ম্যাগনেটাইট
ঘ. ফেরিহাইড্রাইট
উত্তর: ঘ. ফেরিহাইড্রাইট
আরও পড়ুনপ্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮, দ্রুত আবেদন করুন২ ঘণ্টা আগে৯. চাঁদে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে প্রজেক্ট ‘লুনার সারফেস কমিউনিকেশন সিস্টেম’ বাস্তবায়নে কাজ করছে কোন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান?
ক. নকিয়া
খ. হুয়াওয়ে
গ. অ্যাপল
ঘ. স্যামসাং
উত্তর: ক. নকিয়া
১০. টিয়ার গ্যাসের রাসায়নিক নাম—
ক. অ্যানিসোল
খ. ক্লোরোপিক্রিন
গ. ডাইমিথাইল ইথার
ঘ. ক্লোরফেনিরামিন
উত্তর: খ. ক্লোরোপিক্রিন
১১. ইউক্রেনে বিশ্বের কত শতাংশ ‘আবশ্যক কাঁচামাল’-এর মজুত রয়েছে?
ক. ২%
খ. ৫%
গ. ১০%
ঘ. ১২%
উত্তর: খ. ৫%
১২. ‘সানশাইন পলিসি’ কোন দুটি দেশের সঙ্গে সম্পর্কিত?
ক. চীন, তাইওয়ান
খ. চীন, দক্ষিণ কোরিয়া
গ. চীন, রাশিয়া
ঘ. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
উত্তর: ঘ. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
১৩. বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত হাসপাতাল ‘এজেন্ট হাসপাতাল’ চালু করেছে—
ক. চীন
খ. সিঙ্গাপুর
গ. জাপান
ঘ. সংযুক্ত আরব আমিরাত
উত্তর: ক. চীন
১৪. বিশ্বের কোন দেশ প্রথম ভার্চ্যুয়াল ব্যাংকের অনুমোদন দেয়?
ক. সুইডেন
খ. জার্মানি
গ. তাইওয়ান
ঘ. কানাডা
উত্তর: গ. তাইওয়ান
আরও পড়ুনডাক বিভাগে আবারও বড় নিয়োগ, পদ ৫০৪২২ ফেব্রুয়ারি ২০২৫১৫. প্রতিবছর কোন তারিখকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে?
ক. ২২ ফেব্রুয়ারি
খ. ২৪ ফেব্রুয়ারি
গ. ২৫ ফেব্রুয়ারি
ঘ. ২৭ ফেব্রুয়ারি
উত্তর: গ. ২৫ ফেব্রুয়ারি
১৬. ‘যোগ্যতমর বেঁচে থাকা (survival of the fittest)’ শব্দগুচ্ছের প্রবক্তা—
ক. চার্লস ডারউইন
খ. জ্যাঁ-ব্যাপটিস্ট ল্যামার্ক
গ. গ্রেগর জোহান মেন্ডেল
ঘ. হার্বার্ট স্পেন্সার
উত্তর: ঘ. হার্বার্ট স্পেন্সার
১৭. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. টোকিও
গ. লিসবন
ঘ. জুরিখ
উত্তর: খ. টোকিও
১৮. Asian Clearing Union (ACU) প্রতিষ্ঠিত হয়—
ক. ১৯৭৪ সালে
খ. ১৯৭৯ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৯২ সালে
উত্তর: ক. ১৯৭৪ সালে
১৯. চব্বিশের গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন ছাত্রসংগঠনের নাম—
ক. বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
খ. গণতান্ত্রিক বিপ্লবী ফ্রন্ট
গ. বিপ্লবী ছাত্র মৈত্রী
ঘ. জাতীয় ছাত্র ঐক্য
উত্তর: ক. বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
২০. বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড ‘উত্তরা ইপিজেড’ কোন জেলায় অবস্থিত?
ক. কুমিল্লা
খ. কুড়িগ্রাম
গ. নীলফামারী
ঘ. নেত্রকোনা
উত্তর: গ. নীলফামারী
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফগ ন স ত ন প রথম
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//