ডোনাল্ড ট্রাম্প নামটাই আলোচনা তৈরির জন্য যথেষ্ট। নানা তর্কবিতর্কে জড়িয়েছে তাঁর নাম, দু–দুবার হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট; সিনেমা বানানোর মতো যথেষ্ট রসদই তাঁর জীবনে আছে। তবে ‘দ্য অ্যাপ্রেনটিস’ ডোনাল্ড ট্রাম্পের ঠিক বায়োপিক নয়, বরং তরুণ বয়সের ট্রাম্পের গল্প। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নানা বিতর্ক হয়েছে। এবারের অস্কারে আলী আব্বাসি পরিচালিত সিনেমাটি পেয়েছে দুই মনোনয়ন। পর্দায় ডোনাল্ড ট্রাম্প হয়ে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত কি অস্কার জিতবেন স্ট্যান?

২০ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পরে ২০২৪ সালের ১১ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পুরো সিনেমাটি সেভাবে প্রশংসিত না হলেও ট্রাম্পের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। দ্য অ্যাপ্রেনটিস বানিয়েছেন ইরানি বংশোদ্ভূত ড্যানিশ নির্মাতা আলী আব্বাসি।

সেবাস্তিয়ান স্ট্যান। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ