চিটাগংয়ের বকেয়া নিয়ে বিসিবির কাছে আফ্রিদির নালিশ
Published: 3rd, March 2025 GMT
বিপিএল চলাকালেই সম্মানী না পাওয়ার অভিযোগ করেছিলেন শহীদ আফ্রিদি। উপস্থাপিকা ইয়াশা সাগর এক প্রকার ঢাকা থেকে পালিয়ে গেছেন আংশিক সম্মানী নিয়ে। ক্রিকেটার মোহাম্মদ মিঠুন কয়েক দিন আগে মিডিয়াকে বলেছিলেন, ফ্র্যাঞ্চাইজি থেকে একটি টাকাও পাননি। একাদশ বিপিএলের রানার্সআপ চিটাগং কিংসের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী সামির কাদেরের বিরুদ্ধে অর্থ না দেওয়ার ভূরি ভূরি অভিযোগ।
পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার আফ্রিদি গতকাল ঢাকার মিডিয়াতে কথা বলেছেন বকেয়া নিয়ে। সমকালকে হোয়াটসঅ্যাপে নিশ্চিত করেছেন চিটাগং কিংসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিসিবি সভাপতিকে ই-মেইল করার বিষয়টি। ফারুক আহমেদও মেইল পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
মেন্টর হিসেবে আফ্রিদির সঙ্গে চুক্তি চিটাগং কিংসের। বিষয়টি ফ্র্যাঞ্চাইজি ও আফ্রিদিকেই মেটাতে হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক। তিনি বলেন, ‘আমি একটি মেইল পেয়েছি। এখানে বিসিবি সম্পৃক্ত না। খেলোয়াড় হলে বোর্ড থেকে উদ্যোগ নেওয়া যেত। কারণ চুক্তির একটি বাধ্যবাধকতা থাকে।’
আফ্রিদি জানান, মেন্টর হিসেবে ১ লাখ ডলার সম্মানীর চুক্তি হয়েছিল। তিনি পেয়েছেন মাত্র ১৯ হাজার ডলার। বিডিনিউজকে তিনি বলেন, ‘আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার দেবে। কিন্তু আমাকে মোটে ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। কালকে দেব, দুই দিন পর দেব– এসব বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়ে গেছি। এমন কিছু আশা করিনি।’
আফ্রিদির সম্মানী না দেওয়া এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকার ব্যাপারে জানতে চাওয়া হলে সামির কাদের চৌধুরী বলেন, ‘১ লাখ ডলারের চুক্তির বিষয়টি সত্য। বকেয়া টাকা চেয়ে মেসেজও দিয়েছেন। আমি অসুস্থ থাকার কারণে উত্তর দিতে দেরি হয়েছে। তাঁর অভিযোগ সম্পর্কে জানার পর মেসেজের উত্তর দিয়েছি। যেহেতু চুক্তি হয়েছে, এখন সমঝোতার মাধ্যমে টাকা দিয়ে দেব। কারণ তিনি পরবর্তী সময়ে ছিলেন না। তাঁকে আনার প্রয়োজন পড়েনি। সমাধান করে ফেলব।’
বকেয়ার খাতা বড় হওয়ায় রানার্সআপ চিটাগং কিংসকে প্রাইজমানির টাকা দিচ্ছে না বিসিবি। ফ্র্যাঞ্চাইজি বকেয়া পরিশোধ করার পর প্রাইজমানির টাকা দেওয়া হবে বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ র য ঞ চ ইজ ব ষয়ট
এছাড়াও পড়ুন:
বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড
কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।
ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’
সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।
সূত্র: ইনসাইড ইভিস