সবচেয়ে নির্ভুল ঘড়ি বিক্রি হল ৩৩ লাখ ডলারে
Published: 5th, March 2025 GMT
দেখতে অনেকটা প্রশস্ত ফ্রিজের মতো। বস্তুটি বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি। আর এই ঘড়িটি বুধবার জাপানে ৩৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে বলে জানিয়েছে এএফপি।
ঘড়িটির নির্মাতা প্রতিষ্ঠান জাপানোর কিয়োটোর শিমাদজু কর্পোরেশনের মতে, ‘ইথার ঘড়ি ওসি জিরো ২০’ এতটাই নির্ভুল যে এটি এক সেকেন্ডের জন্য বিচ্যুত হতে ১০ বিলিয়ন বছর সময় লাগবে।
নির্মাতা প্রতিষ্ঠান একটি বিবৃতিতে জানিয়েছে, ‘স্ট্রন্টিয়াম অপটিক্যাল ল্যাটিস ক্লক’ নামে পরিচিত ঘড়িটি সেকেন্ড নির্ধারণের বর্তমান মান সিজিয়াম পারমাণবিক ঘড়ির চেয়ে ১০০ গুণ বেশি নির্ভুল।
প্রায় এক মিটার (তিন ফুট) লম্বা এই বাক্সটি তার ধরণের জন্য ছোট, যার আয়তন প্রায় ২৫০ লিটার। এটি গবেষণার কাজেও ব্যবহার করা যেতে পারে।
শিমাদজু আগামী তিন বছরে এমন ১০টি ঘড়ি বিক্রি করতে চাইছে। তাদের প্রত্যাশা, গ্রাহকরা টেকটোনিক কার্যকলাপ পর্যবেক্ষণের মতো ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা এগিয়ে নিতে এগুলো ব্যবহার করবেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন