ভারতের বিপক্ষেও জিততে চাই: স্যান্টনার
Published: 5th, March 2025 GMT
দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানের ব্যবধানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে নিউ জিল্যান্ড। আগামী রোববার দুবাইতে মেগা ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচেও জয় চান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
ম্যাচ শেষে স্যান্টনার বলেছেন, ‘‘ফাইনালে উঠতে পেরে শান্তি লাগছে। আমরা ভালো একটি দলের চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আমাদের ভারতের বিপক্ষে খেলতে হবে। সেখানেও এমন একটি জয় চাই।’’
কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘‘মূলত রাচিন ও কেন ভালো একটি ভিত গড়ে দিয়েছিল। শেষ দিকেও ভালো হয়েছে। ফিনিশাররাও তাদের দায়িত্ব পালন করেছে। বোলাররা উইকেট তুলে নিয়ে তাদের কাজ করেছে। আমি নিজেও ভালো বোলিং করেছি। এই উইকেটে আসলে ৩২০ রান নিরাপদ হতো না। দুবাইতে ভারতকে চাপে ফেলানোর ম্যাচ থেকে আমরা আত্মবিশ্বাস পেয়েছিলাম। এখন পরের ম্যাচে টস জিতলে দারুণ হবে।’’
আরো পড়ুন:
হাজার–বারো’শ উঠতি ক্রিকেটার নিয়ে বিসিবির টুর্নামেন্ট
‘উইকেট শিখিয়ে দেয় ক্রিকেট কীভাবে খেলতে হবে তারপরে সুইচ অন করি’
সেমিফাইনালে নিউ জিল্যান্ডে আগে ব্যাট করে রাচিন ও উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৬২ রান করে। জবাবে ডেভিড মিলারের অপরাজিত সেঞ্চুরি ভর করে ৯ উইকেট ৩১২ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন ল উইক ট
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস
জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস
ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১
কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২