ভারতের বিপক্ষেও জিততে চাই: স্যান্টনার
Published: 5th, March 2025 GMT
দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানের ব্যবধানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে নিউ জিল্যান্ড। আগামী রোববার দুবাইতে মেগা ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচেও জয় চান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
ম্যাচ শেষে স্যান্টনার বলেছেন, ‘‘ফাইনালে উঠতে পেরে শান্তি লাগছে। আমরা ভালো একটি দলের চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আমাদের ভারতের বিপক্ষে খেলতে হবে। সেখানেও এমন একটি জয় চাই।’’
কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘‘মূলত রাচিন ও কেন ভালো একটি ভিত গড়ে দিয়েছিল। শেষ দিকেও ভালো হয়েছে। ফিনিশাররাও তাদের দায়িত্ব পালন করেছে। বোলাররা উইকেট তুলে নিয়ে তাদের কাজ করেছে। আমি নিজেও ভালো বোলিং করেছি। এই উইকেটে আসলে ৩২০ রান নিরাপদ হতো না। দুবাইতে ভারতকে চাপে ফেলানোর ম্যাচ থেকে আমরা আত্মবিশ্বাস পেয়েছিলাম। এখন পরের ম্যাচে টস জিতলে দারুণ হবে।’’
আরো পড়ুন:
হাজার–বারো’শ উঠতি ক্রিকেটার নিয়ে বিসিবির টুর্নামেন্ট
‘উইকেট শিখিয়ে দেয় ক্রিকেট কীভাবে খেলতে হবে তারপরে সুইচ অন করি’
সেমিফাইনালে নিউ জিল্যান্ডে আগে ব্যাট করে রাচিন ও উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৬২ রান করে। জবাবে ডেভিড মিলারের অপরাজিত সেঞ্চুরি ভর করে ৯ উইকেট ৩১২ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন ল উইক ট
এছাড়াও পড়ুন:
কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।