বিএইচবিএফসির বাড়ি নির্মাণ ঋণে সুদহার বাড়ছে
Published: 6th, March 2025 GMT
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ঋণের সুদহার বাড়ছে। গৃহঋণের বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানটির সব ধরনের সুদহার ১ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। আগামী সপ্তাহেই নতুন সুদহারের নির্দেশনা জারি করা হতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কোন ঋণের সুদহার কত হবে তা নির্ধারণ করে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিএইচবিএফসিকে একটি চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের ঋণ এবং দেশের অন্য এলাকার ফ্ল্যাট ঋণে সুদের হার নির্ধারিত রয়েছে ৯ শতাংশ। এটা বাড়িয়ে ১০ শতাংশ করা হবে।
একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ছাড়া দেশের অন্য এলাকার ফ্ল্যাট ঋণ বাদে সব ধরনের ঋণে সুদহার ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হচ্ছে। এ ছাড়া পেরি আরবান– উপজেলা সদর এবং তৎসংলগ্ন গ্রোথ সেন্টার এলাকায় ঋণের সুদহার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করার অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বিএইচবিএফসির কর্মকর্তারা জানান, অর্থসংস্থানের ব্যয় বেড়ে যাওয়ার কারণে সুদের হার বাড়ানো হচ্ছে। সুদহার ১ শতাংশ বাড়ানোর ফলে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন মার্জিন লেভেলে থাকবে। প্রতিষ্ঠানটির লোকসান হবে না। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের উদ্দেশ্য মূলত মুনাফা করা নয়। এ কারণে ব্যাংকের তুলনায় বেশ কম সুদহারে সংস্থাটি ঋণ দেয়। ঋণের সুদহার ১ শতাংশ বাড়ানোর বিষয়ে এরই মধ্যে মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়েছে এবং বোর্ডও অনুমোদন দিয়েছে। এখন প্রজ্ঞাপন জারি করে নতুন সুদহার কার্যকর করা হবে। আগামী সপ্তাহেই নতুন সুদহারের নির্দেশনা জারি করা হতে পারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নগ্নতা, প্লাস্টিক সার্জারি থেকে বিজ্ঞাপন, বারবার বিতর্কে সিডনি
সিডনি সুইনি মানেই যেন আলোচনা। কখনো তাঁর পর্দার নগ্ন দৃশ্য নিয়ে বিতর্ক হয়, কখনো আবার জিনসের বিজ্ঞাপন করে সমালোচনার মুখে পড়েন। নতুন সিনেমা ‘ক্রিস্টি’র প্রচার উপলক্ষে চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। কথা বলেছেন নিজের ক্যারিয়ারসহ নানা প্রসঙ্গে।
মন সময় গেছে যখন সপ্তাহে ৫ থেকে ১০টি অডিশন দিতাম, একটা থেকেও ডাক পেতাম না। তবে আপনার যদি বিকল্প পরিকল্পনা তৈরি থাকে, ব্যর্থতায় ভয় পাবেন না। তাই আমি হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেছি।সিডনি সুইনি‘ইউফোরিয়া’ দিয়ে আলোচনায়
প্রায় এক যুগের ক্যারিয়ার হলেও সিডনি সুইনি আলোচনায় এসেছেন বছর পাঁচেক হলো। এইচবিওর সিরিজ ‘ইউফোরিয়া’ তাঁর ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়। একই প্ল্যাটফর্মের আরেক সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দেয়। তবে সিরিজে অভিনীত চরিত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি, বিভিন্ন সাক্ষাৎকারে করা মন্তব্য নিয়ে বরাবরই সমালোচনা ও বিদ্রূপের শিকার হন ২৫ বছর বয়সী অভিনেত্রী। ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি জানিয়েছেন নিজের ক্যারিয়ার ও জীবন নিয়ে নতুন উপলব্ধির কথা। সিডনি জানান, বিনোদন দুনিয়া নিয়ে এখন তাঁর ধারণা আগের চেয়ে অনেক পরিষ্কার। তিনি বলেন, ‘আমি নিজের শক্তির জায়গা খুঁজে পেয়েছি। প্রতিদিন যা করি, তা থেকে শেখার চেষ্টা করি, মাথা খাটাই। এভাবে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে।’
জ্ঞান ও অভিজ্ঞতা সাফল্যের হাতিয়ার, এই প্রচলিত প্রবাদের গুরুত্বও ভালোভাবেই বুঝেছেন সিডনি, ‘জ্ঞানই আসল শক্তি। এটা বোঝার পর নিজেকে অনেক স্বাধীন আর আত্মবিশ্বাসী মনে হয়। এ জন্য আমি “ইউফোরিয়া”র চরিত্রটিকে কৃতিত্ব দেব। চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে আমার ভাবনায় বদল এসেছে।’
‘ইউফোরিয়া’ সিরিজে সিডনি সুইনি। এইচবিও