নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে নাটোর-ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে পদবঞ্চিত ছাত্রদের একটি অংশ। বৃহস্পতিবার দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে দাবি আদায়ের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় তাঁরা রেলপথ অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দেন।

পদবঞ্চিত ছাত্রদের একটি অংশ দুপুর সাড়ে ১২টার দিকে বড়হরিশপুরে নাটোর-ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। তবে পুলিশের হস্তক্ষেপে তাঁদের অবস্থানের মধ্যে সড়কের দুটি লেন উন্মুক্ত থাকায় যান চলাচল অব্যাহত ছিল।

কর্মসূচি থেকে নেতারা বলেন, নতুন কমিটিতে আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকা ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে এবং পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। একই ব্যক্তিকে একাধিক পদে রাখার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্তদেরও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যা সংগঠনের আদর্শের পরিপন্থী।

কর্মসূচিতে আগের কমিটির সদস্যসচিব মশিউর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করে এলেও কোনো নোটিশ না দিয়ে হঠাৎ পুরোনো কমিটি বাতিল করে নতুন কমিটি করা হয়েছে। যেখানে ত্যাগীদের অবজ্ঞা করা হয়েছে। যাঁরা এক দফার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, সেসব কর্মীদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।’

মশিউর রহমান আরও বলেন, কমিটির বিষয়ে তাঁরা বারবার কেন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু তাঁরা কোনো কর্ণপাত করছেন না। এর আগে ৩ মার্চ সংবাদ সম্মেলন করে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন। কিন্তু রমজান মাস হওয়ায় তাঁরা কর্মসূচি কিছুটা শিথিল করেছেন। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্র কমিটি পরিবর্তন না করলে তাঁরা রেলপথ অবরোধ করতে বাধ্য হবেন।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবদুল্লাহ আল নোমান পিয়াস, সুব্রত দেব, মেহেদী হাসান, তামিম হাসানসহ পদবঞ্চিতরা উপস্থিত ছিলেন। এর আগে ৫ জানুয়ারি ২৯৫ সদস্যবিশিষ্ট নাটোর জেলা কমিটি গঠিত হয়। সেই কমিটিতে বিলুপ্ত বা স্থগিতাদেশ না দিয়েই ২৮ ফেব্রুয়ারি ভোরে নতুন করে দুই শতাধিক সদস্যের একটি কমিটি ছয় মাসের জন্য ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ন র জন য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল

১ম টি–টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস

বুলাওয়ে টেস্ট–৩য় দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট–২য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ