খাদ্যে রাসায়নিকের ব্যবহার ও ভেজাল খাদ্য বাজারজাতকরণ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর বাজারে সচেতনতামূলক প্রচারাভিযান করেছে সমকাল সুহৃদ সমাবেশ, রাবি ইউনিট। শুক্রবার (৭ মার্চ) ইফতারের পর হোটেল, ফলের দোকান ও জুসের দোকানসহ বিভিন্ন কাঁচামালের দোকান ঘুরে বিক্রেতাদের সতর্ক এবং ক্রেতাদের সচেতন করেন সংগঠনের সদস্যরা।

প্রচারাভিযানে খাদ্যে ভেজালের ক্ষতিকর দিক ও ভেজালমুক্ত খাবারের জন্য আমাদের করণীয় বিষয়ক আলোচনায় সংগঠনের সভাপতি আবু সাহাদাৎ বাঁধন দোকানিদের উদ্দেশে বলেন, ‘বিশ্বে প্রতিবছর প্রায় ৬০ কোটি মানুষ ভেজাল ও দূষিত খাবার গ্রহণের ফলে অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে অসংক্রামক রোগে প্রাণ হারান ৪ লাখের বেশি মানুষ। তাই জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে হলে আপনাদেরও সচেতন হতে হবে এবং ভেজালমুক্ত খাবার বিক্রির বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ খালিদ ও তাজিউর রহমান তাজ, কোষাধ্যক্ষ দিপু বিশ্বাস, সুহৃদ সিয়াম, বিপ্লবসহ কর্মসূচিতে যুক্ত হন অন্য শিক্ষার্থীরা।
সংগঠনটির সদস্যরা বলেন, ভেজাল খাদ্য রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দোকানিদেরও উচিত ন্যূনতম লাভে বিশুদ্ধ খাবার বিক্রি করা, যাতে সাধারণ মানুষ সুস্থ থাকতে পারে। ভবিষ্যতে এমন আরও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে প্রত্যাশা ব্যক্ত করে শেষ হয় কর্মসূচির প্রথম পর্ব।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ জন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আজ বৃহস্পতিবার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’

‘শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে’ স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচ শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ