ভেজালমুক্ত খাদ্যের দাবিতে সচেতনতামূলক প্রচারাভিযান
Published: 8th, March 2025 GMT
খাদ্যে রাসায়নিকের ব্যবহার ও ভেজাল খাদ্য বাজারজাতকরণ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর বাজারে সচেতনতামূলক প্রচারাভিযান করেছে সমকাল সুহৃদ সমাবেশ, রাবি ইউনিট। শুক্রবার (৭ মার্চ) ইফতারের পর হোটেল, ফলের দোকান ও জুসের দোকানসহ বিভিন্ন কাঁচামালের দোকান ঘুরে বিক্রেতাদের সতর্ক এবং ক্রেতাদের সচেতন করেন সংগঠনের সদস্যরা।
প্রচারাভিযানে খাদ্যে ভেজালের ক্ষতিকর দিক ও ভেজালমুক্ত খাবারের জন্য আমাদের করণীয় বিষয়ক আলোচনায় সংগঠনের সভাপতি আবু সাহাদাৎ বাঁধন দোকানিদের উদ্দেশে বলেন, ‘বিশ্বে প্রতিবছর প্রায় ৬০ কোটি মানুষ ভেজাল ও দূষিত খাবার গ্রহণের ফলে অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে অসংক্রামক রোগে প্রাণ হারান ৪ লাখের বেশি মানুষ। তাই জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে হলে আপনাদেরও সচেতন হতে হবে এবং ভেজালমুক্ত খাবার বিক্রির বিষয়ে সতর্ক থাকতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ খালিদ ও তাজিউর রহমান তাজ, কোষাধ্যক্ষ দিপু বিশ্বাস, সুহৃদ সিয়াম, বিপ্লবসহ কর্মসূচিতে যুক্ত হন অন্য শিক্ষার্থীরা।
 সংগঠনটির সদস্যরা বলেন, ভেজাল খাদ্য রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দোকানিদেরও উচিত ন্যূনতম লাভে বিশুদ্ধ খাবার বিক্রি করা, যাতে সাধারণ মানুষ সুস্থ থাকতে পারে। ভবিষ্যতে এমন আরও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে প্রত্যাশা ব্যক্ত করে শেষ হয় কর্মসূচির প্রথম পর্ব।
  
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।