স্নাতক শিক্ষার্থীদের জন্য ‘গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস’ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি একাডেমিক প্রতিযোগিতা। এই আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা ও প্রবন্ধগুলোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিবছর ২৫টি একাডেমিক বিভাগে একজন বৈশ্বিক (গ্লোবাল) বিজয়ী এবং বিভিন্ন অঞ্চলের জন্য আঞ্চলিক বিজয়ী নির্বাচন করা হয়। তবে সঠিক তথ্য ও নির্দেশনার অভাবেই সম্ভবত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের হার তুলনামূলক কম। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গবেষণা বা প্রবন্ধ নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মানসম্পন্ন, মৌলিক ও বিশ্লেষণধর্মী গবেষণাই বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। বিষয় নির্বাচনের সময় তাই এমন কিছু বেছে নেওয়া উচিত, যা প্রাসঙ্গিক ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী সাফায়েত আলম ২০২৪ সালে স্থাপত্য ও নকশা বিভাগে রিজিওনাল অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন। কীভাবে বিষয় নির্বাচন করেছিলেন তিনি?

আরও পড়ুন‘অনেক চাকরি নিয়ে বসে আছি, কিন্তু লোক পাচ্ছি না’১৯ জানুয়ারি ২০২৫

সাফায়েত বলেন, ‘আমি কলেজজীবন থেকেই পাখির ছবি তুলতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছি। প্রায় ৫০০ প্রজাতির পাখির ছবি তুলেছি। প্রকৃতির সঙ্গে এই দীর্ঘ সময় কাটানোর ফলে আমার মধ্যে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি হয়েছে। তাই স্থাপত্যের থিসিসের জন্য আমি এমন একটি বিষয় বেছে নিই, যা দেশের বন ও প্রাকৃতিক জীবনের সংরক্ষণে ভূমিকা রাখতে পারে। হাতি বন রক্ষা ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু আমাদের দেশে হাতির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। তাই আমি এই সংকট নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
প্রতিযোগিতায় বিজয়ী হতে পরিকল্পনামাফিক এগোনোর পরামর্শ দেন সাফায়েত। তিনি বলেন, গবেষণার শুরুতে একটি সুস্পষ্ট কাঠামো তৈরি করা প্রয়োজন, যাতে পুরো গবেষণার প্রবাহ সুশৃঙ্খল থাকে। কাঠামো তৈরি করার পর প্রথম ধাপে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য একাডেমিক উৎস, গবেষণা নিবন্ধ, জার্নাল, সরকারি ও আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট এবং প্রাসঙ্গিক বইপত্র থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে। তথ্য সংগ্রহের সময় সূত্রের বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি, ভুল তথ্য গবেষণার গ্রহণযোগ্যতা নষ্ট করে। তথ্য সংগ্রহের পর গবেষণার খসড়া লেখা শুরু করা উচিত। খসড়া লেখার সময় গবেষণার মূল যুক্তি বা থিসিস স্টেটমেন্ট স্পষ্টভাবে তুলে ধরতে হবে, যেন পুরো গবেষণাটি একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে থাকে।

আরও পড়ুন৮ মাস প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকরির সুযোগ২৩ ফেব্রুয়ারি ২০২৫

গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস ২০২৫-এর জন্য আবেদনের প্রক্রিয়া ২০২৪ সালের নভেম্বরে শুরু হয়েছে। চলবে ৬ জুন পর্যন্ত। এই সময়সীমার মধ্যে আবেদনকারীদের গবেষণা বা প্রবন্ধ নির্ধারিত ফরম্যাটে জমা দিতে হবে। ৭ জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত একাডেমিক বিশেষজ্ঞদের মাধ্যমে গবেষণার মূল্যায়ন করা হবে। সেপ্টেম্বরের শুরুতে প্রকাশিত হবে প্রতিযোগিতার ফলাফল। বৈশ্বিক বিজয়ী পাবেন বিশেষ সম্মাননা। এ ছাড়া নভেম্বরের মাঝামাঝি সময়ে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হবে গ্লোবাল সামিট, যেখানে নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্বের শীর্ষ মেধাবীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস ২০২৪-এ ভাষাতত্ত্ব বিভাগে এশিয়া অঞ্চলে বিজয়ী হয়েছিলেন হাসান শেখ। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা শিক্ষা (ইএলটি) বিষয়ে স্নাতকোত্তর করছেন। তিনি বলেন, আবেদনের প্রক্রিয়া সহজ হলেও সাবধানতা অবলম্বন করা জরুরি। প্রথমে প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করতে হয়। এরপর নির্ধারিত ফরম্যাটে গবেষণা বা প্রবন্ধ আপলোড করতে হয় এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিশন নিশ্চিত করতে হয়। এ ক্ষেত্রে সাবধানতার সঙ্গে সব জমা দেওয়া উচিত। নির্দিষ্ট গাইডলাইন ভালোভাবে বুঝে নেওয়া খুব জরুরি। প্রতিটি বিভাগের জন্য নির্ধারিত শব্দসীমা ও কাঠামো আলাদা, তাই আগে থেকেই নির্দেশিকা অনুসারে গবেষণা প্রস্তুত করা উচিত। গবেষণা অবশ্যই ‘anonymous submission’ হিসেবে জমা দিতে হবে, যেখানে লেখকের পরিচয় গোপন রাখা বাধ্যতামূলক। প্রতিযোগিতা শেষ হওয়ার আগে গবেষণা কোথাও প্রকাশ করা যাবে না, অন্যথায় আবেদন বাতিল হতে পারে। জমা দেওয়ার আগে অফিশিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ নির্দেশিকা দেখে নেওয়া উচিত, যেন কোনো নিয়ম ভঙ্গ না হয়।
এই বছর যাঁরা আবেদন করতে চান, তাঁদের জন্য সাফায়েত আলমের পরামর্শ, গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডসের নিজস্ব আর্কাইভ রয়েছে, যেখানে তারা আগের বছরের পুরস্কৃত গবেষণাগুলো প্রকাশ করেছে। এসব গবেষণা পর্যালোচনা করলে প্রতিযোগিতার মান ও কাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়, যা প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক হতে পারে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক ড ম ক প রবন ধ র জন য

এছাড়াও পড়ুন:

আইএসআইয়ের সাবেক প্রধান ফয়েজ হামিদের ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার–সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ফয়েজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছিল।

ফয়েজ হামিদ ২০২৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আইএসআইয়ের প্রধান ছিলেন। ওই সময় পাকিস্তানের সরকারপ্রধান ছিলেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান এখন কারাগারে আছেন।

ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ফয়েজ হামিদ। ইমরান খান তাঁকে আইএসআইয়ের প্রধান করেছিলেন। ২০২২ সালে পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হলে নির্ধারিত সময়ের আগে অবসরে যান গোয়েন্দাপ্রধান ফয়েজ হামিদ।

পাকিস্তানের সামরিক প্রেক্ষাপটে সেনাপ্রধানের পর আইএসআইয়ের প্রধানকে সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তি হিসেবে ধরা হয়। দেশটিতে এর আগে আইএসআইয়ের কোনো প্রধানকে কখনোই সামরিক আদালতে বিচার করা হয়নি।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ২০২৪ সালের ১২ আগস্ট এ বিচার কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘ ১৫ মাস ধরে পাকিস্তানের সামরিক আইনের আওতায় বিচার কার্যক্রম চলেছে।

ফয়েজ হামিদের আইনজীবী মিয়া আলি আশফাক বলেন, বর্তমানে সেনা হেফাজতে থাকা তাঁর মক্কেল ‘এক হাজার শতাংশ’ নির্দোষ। রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।

আরও পড়ুনপাকিস্তানে প্রথমবারের মতো বিচারের মুখে সাবেক আইএসআই প্রধান১২ আগস্ট ২০২৪

সম্পর্কিত নিবন্ধ

  • ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় কেন বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র
  • ব্রিটিশ রাজা চার্লস নিজের ক্যানসার চিকিৎসা নিয়ে ‘সুখবর’ শোনালেন
  • গ্রেপ্তার বমদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধের অভিযোগ আনুন, না হয় মুক্তি দিন
  • আইএসআইয়ের সাবেক প্রধান ফয়েজ হামিদের ১৪ বছরের কারাদণ্ড
  • ২ কোটি রুপি বেতন কমতে পারে রোহিত–কোহলির, ২ কোটি রুপি বাড়তে পারে গিলের