Samakal:
2025-09-17@23:44:49 GMT

অবশেষে কাজটি শেষ হল

Published: 10th, March 2025 GMT

অবশেষে কাজটি শেষ হল

বছর কয়েক আগেও দেশীয় ওটিটি কনটেন্ট মানেই যেন অভিনেতা শ্যামল মাওলার উপস্থিতি। বলতে গেলে ওটিটি কনটেন্ট হলেই নির্মাতারা ভরসা করতেন শ্যামল মাওলাতে। এখন তো প্রত্যেক শিল্পীই ওটিটির কাজের প্রতি মনোযোগী। ওটিটির কাজের আগে নাটকেও নিয়মিত ছিলেন শ্যামল মাওলা। অথচ অভিনেত্রী সাবিলা নূরের সঙ্গে এই অভিনেতার কখনও কাজ করা হয়নি। তথ্যটি সাবিলার মুখ থেকেই জানা গেল।

সাবিলা নূরও সময়ের জনপ্রিয় অভিনেত্রী। তাঁর ওপরও নির্মাতারা চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন। তারপরও তাদের একসঙ্গে কাজ হয়নি। এবার হয়েছে। তারা ‘মাকড়শা’ নামের একটি নাটকের মাধ্যমে জুটি হয়ে প্রথমবার কোনো কাজ করলেন। রেবেকা সুলতানা কেয়ার গল্পে নাটকটি পরিচালনা করেছেন রাগিব রায়হান পিয়াল। 

নাটকটি নিয়ে সাবিলা বললেন, “মাকড়শা” নাটকটির শুটিং বেশ আগেই করা। আমাকে যখন নির্মাতা পিয়াল গল্পটা পাঠিয়েছেন তখনই আমার মনে হয়েছে এই কাজটির সঙ্গে আমার যুক্ত হওয়া উচিত। এরপর যখন আমাকে জানানো হয় এতে আমার বিপরীতে শ্যামল ভাইয়া কাজ করবেন। সেটা নিয়েও আমি বেশ এক্সাইটেড ছিলাম। কারণ ওনার সঙ্গে আগে কখনও আমার কাজ হয়নি। ওনার কাজ আমি দেখেছি। তাঁর অভিনয় আমার দারুণ পছন্দ। অবশেষে কাজটি শেষ হয়েছে। এতে আমি একজন হাউজওয়াইফের চরিত্র করেছি। যে চরিত্রটিতে নানা ভেরিয়েশন আছে।”

নামের মতোই নাটকটির গল্পেও সাসপেন্স আর থ্রিলারে ভরপুর বলে মন্তব্য করলেন নির্মাতা পিয়াল। এই ঈদুল ফিতরে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে জানান নির্মাতা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন টকট

এছাড়াও পড়ুন:

‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের ক্ষুদে ফুটবলার জিসানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয়রা ফুটবলে জিসানের দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে ‘ক্ষুদে ম্যারাডোনা’ বলে ডাকেন। 

তারেক রহমানের পক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিসানের গ্রামের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি জিসানের বাবা ও এলাকাবাসীকে এ খবরটি জানিয়ে আসেন।

উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের অটোরিকশাচালক জজ মিয়ার ছেলে জিসান। মাত্র ১০ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের অসাধারণ দক্ষতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সে। 

কখনও এক পায়ে, কখনও দু’পায়ে, কখনও পিঠে ফুটবল রেখে ঘণ্টার পর ঘণ্টা কসরত করে জিসান। দেখে মনে হবে, ফুটবল যেনো তার কথা শুনছে। এসব কসরতের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

অনলাইনে জিসানের ফুটবল নৈপুণ্য দেখে মুগ্ধ হন তারেক রহমান। তিনি জিসানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। তার পক্ষে গতকাল সোমবার বিকেলে জিসানের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 

জিসানকে উপহার হিসেবে বুট, জার্সি ও ফুটবলসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেন তিনি। এছাড়া জিসানের পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

জিসানের ফুটবল খেলা নিজ চোখে দেখে মুগ্ধ আমিনুল হক বলেন, “জিসান ফুটবলে ন্যাচারাল ট্যালেন্ট। তারেক রহমান জিসানের প্রশিক্ষণ, লেখাপড়া ও ভবিষ্যতের সকল দায়িত্ব নিয়েছেন। তাছাড়া প্রতিমাসে জিসানের লেখাপড়া, ফুটবল প্রশিক্ষণ ও পরিবারের ব্যয়ভারের জন্য টাকা পাঠানো হবে।”

জিসান জানায়, মোবাইলে ম্যারাডোনা, মেসি ও রোনালদোর খেলা দেখে নিজেই ফুটবলের নানা কৌশল শিখেছে। নিজ চেষ্টায় সে এসব রপ্ত করেছে।

জিসানের বাবা জজ মিয়া বলেন, “আমি বিশ্বাস করতাম, একদিন না একদিন কেউ না কেউ আমার ছেলের পাশে দাঁড়াবে। আজ আমার সেই বিশ্বাস পূর্ণ হয়েছে।”

ঢাকা/রুমন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • মুখের অবাঞ্ছিত লোম দূর  করতে ডায়েটে যে পরিবর্তন আনতে পারেন
  • অনুষ্ঠান করে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
  • ‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান