পেশাদার ক্রিকেট ছেড়ে কোচ হয়ে গেছেন মোহাম্মদ আশরাফুল। তবে খেলোয়াড় হিসেবে এখনও কোথাও ডাক পড়লে ছুটে যান। তেমনই তার ডাক পড়েছিল ভারতের অনুষ্ঠিত এশিয়ান লিজেন্ডস টুর্নামেন্টে।

শুধু আশরাফুল নন, বাংলাদেশের আরো বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে গড়ে উঠেছিল বাংলা টাইগার্স নামের একটি দল। যেখানে ইলিয়াস সানী, রুবেল হোসেন, নাজিমউদ্দিন, নাদিফ চৌধুরী, মুক্তার আলীর মতো ক্রিকেটাররাও ছিলেন। তারা উড়ে গিয়েছিলেন ভারতের উদয়পুরে মিরাজ গ্রুপের আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে।

কিন্তু মাঠে নামার আগে তারা জানতে পারেন আইসিসি ও বিসিসিআইয়ের অনুমোদন পায়নি এশিয়ান লিজেন্ডস লিগ। তাতেই বিপাকে পড়ে যান তারা। যদিও বিসিবির ভাষ্য, ক্রিকেটারদের আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু আয়োজকদের ভুল ব্যাখ্যায় তারা ভারত যেতে বাধ্য হন।

আরো পড়ুন:

শ্রীলঙ্কায় যুবাদের ছয় ওয়ানডে

পাকিস্তানের বিপক্ষে না খেলে, আইপিএল খেলবেন স্যান্টনার-রাচিনরা

এশিয়ান লিজেন্ডস লিগ সম্পর্কে সতর্ক করে ৩ মার্চ বিসিবিকে চিঠি দেয় আইসিসি। যেখানে লিখা হয়, এই লিগ আয়োজন নিয়ে বিসিসিআই তদারকি করছে না এবং আইসিসির স্বীকৃতিও দিচ্ছে না।  বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, আইসিসির মেইল পাওয়ার পরই ক্রিকেটারদের সতর্ক করা হয়েছিল। অথচ আয়োজকরা ভুল বুঝিয়ে ক্রিকেটারদের খেলার জন্য নিয়ে গেছে।

গতকাল মিরাজ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইন্ডিয়ান্স রয়েলসের সঙ্গে ম্যাচ ছিল টাইগার্সের। সেই ম্যাচে মাঠে নামেননি আশরাফুল, সানীরা। আজ মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে রওনা হয়েছেন তারা। কয়েকজন দুয়েকদিন পর ঢাকা ফিরবেন বলে খবর। বিসিবি থেকে অনাপত্তিপত্র ছাড়া ক্রিকেটাররা ভারতের চলে যাওয়ায় প্রবল সমালোচনা হচ্ছে। ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজন বর্তমানে বিসিবির অধীনে চাকরি করছেন। কেউ চুক্তিভুক্ত ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

তবে আইসিসির নির্দেশনা থাকলে বিসিবি শাস্তি গ্রহণ করবে বলেই খবর।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইস স

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ